
রাজিব শর্মা, চট্টগ্রাম ব্যুরোঃ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নোবেল প্রাইজ ঠেকানোর ‘ষড়যন্ত্র’ বলে সমালোচনার মুখে পড়েছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। এবার তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার-নার্সদের নোবেল পুরস্কার দেয়া উচিত বলে মন্তব্য করেছেন।
তিনি বলেছেন, চমেক হাসপাতালে প্রতিদিন ওয়ার্ড ও আউটডোর মিলে ৬-৭ হাজার রোগীকে সেবা দিতে হয়। এটা কি স্বাভাবিক বিষয়? যেসব ডাক্তার-নার্স এ সেবা দিচ্ছেন তাদের নোবেল পুরস্কার দেয়া উচিত বলে মনে করি।
বুধবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের (চমেক) হৃদরোগ বিভাগের করোনারি কেয়ার ইউনিট ‘সিসিইউ-২’ উদ্বোধনকালে মেয়র এসব কথা বলেন। চমেক হাসপাতাল হৃদরোগ বিভাগ ও রোগী কল্যাণ সমিতি এ অনুষ্ঠানের আয়োজন করে।
চিকিৎসকদের বিরুদ্ধে শতভাগ নিশ্চিত হয়ে সংবাদ প্রকাশের দাবি করে মেয়র বলেন, ‘চিকিৎসকদের নিয়ে ধারণার ওপর নির্ভর করে সংবাদ পরিবেশন করা অস্বাভাবিক। এর দ্বারা মানুষের কাছে ভুল মেসেজ যাচ্ছে। ডাক্তারদের ওপর চাপ তৈরি হয়। যদি শতভাগ নিশ্চিত হন তবে একজন নির্দিষ্ট ডাক্তারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা যায়। ঢালাওভাবে সব ডাক্তারের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করা উচিত নয়।