
মোঃ মাহফুজ সৈয়দপুর থানা: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দর থেকে সরাসরি চট্টগ্রাম রুটে বেসরকারি বিমান সংস্থা ইউএস বাংলার ফ্লাইট শুভ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দর লাউঞ্জে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফ্লাইট উদ্বোধন করেন।
উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, বেসামরিক বিমান চলাচল ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি উদ্বোধনী বলেন, রংপুর বিভাগের মানুষের ক্রমবর্ধমান চাহিদার কথা চিন্তা করে সৈয়দপুর থেকে সরাসরি চট্রগ্রামে ফ্লাইট পরিচালনা শুরু করলো ইউএস-বাংলা এয়ারলাইন্স। এ অঞ্চলের পর্যটন বিকাশে ইউএস-বাংলার এই উদ্যোগ অনেক অবদান রাখবে। এজন্য এ এয়ারলাইন্সের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।
ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ্ আল মামুন বলেন, ২০১৪সালে এভিয়েশন শিল্পের ভঙ্গুর সময়ে যাত্রা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ১৫০ জন থেকে বর্তমানে ১৫ হাজার কর্মীর প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। এভিয়েশন শিল্পের বিকাশে সরকারের সার্বিক সহযোগীতার প্রশংসা করেন তিনি।
ইউএস-বাংলা এয়ারলাইন্স-এর ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ্ আল মামুন বলেন, ২০১৪সালে এভিয়েশন শিল্পের ভঙ্গুর সময়ে যাত্রা শুরু করে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ১৫০ জন থেকে বর্তমানে ১৫ হাজার কর্মীর প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠেছে। এভিয়েশন শিল্পের বিকাশে সরকারের সার্বিক সহযোগীতার প্রশংসা করেন তিনি।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন নীলফামারী জেলা প্রশসক মো. হাফিজুর রহমান চৌধুরী, পুলিশ সুপার মেহাম্মদ মোখলেসুর রহমান, সৈয়দপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোখছেদুল মোমিন, সৈয়দপুর পৌরসভার মেয়র রাফিকা আক্তার জাহান প্রমুখ।
উদ্বোধনের দিনে ২৬ জন যাত্রী নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে উড্ডয়ন করে ইউএস বাংলা এয়ারলাইন্সের ফ্লাইটটি।