চট্টগ্রাম রোগী ভর্তি নিতে ক্লিনিক মালিকদের ছাত্রলীগের অনুরোধ

নিজস্ব প্রতিবেদকঃ বৈশ্বিক মহামারী করোনার এ দুঃসময়ে নগরের বেসরকারি হাসপাতাল, ক্লিনিকগুলোতে সরকারি নির্দেশনা অনুযায়ী রোগী ভর্তি নিতে অনুরোধ জানিয়েছে নগর ছাত্রলীগ।

বৃহস্পতিবার (০৪ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত জিইসি মোড়ের মেট্রোপলিটন ও এশিয়ান স্পেশালাইজড হসপিটাল পরিদর্শন করেন ছাত্রলীগের নেতারা। এ সময় তারা সাধারণ রোগীদের সঙ্গে কথা বলে যোগাযোগ করেন হাসপাতাল মালিক ও ডাক্তারদের সঙ্গে। এ সময় উপস্থিত ছিলেন নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর, সম্পাদক মণ্ডলীর সদস্য কাজী মাহমুদুল হাসান রনি, সাব্বির সাকির, সদস্য মাহমুদুর রশিদ বাবু, ছাত্রনেতা ইউসূফ আলী বিপ্লব উপস্থিত ছিলেন।

পরিদর্শনে তারা দেখেন এ দু’টি হাসপাতালের আইসিউতে চিকিৎসক নেই, আইসিউতে সিট খালি না থাকার কথা বলা হলেও মূলত আইসিউগুলোতে রোগীশূন্য।

নগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর বলেন, আমরা সকাল থেকে দুপুর পর্যন্ত চট্টগ্রামের বেসরকারি মেট্রোপলিটন ও এশিয়ান স্পেশালাইজড হাসপাতাল সরেজমিন পরিদর্শন করি। সাধারণ রোগীদের অভিযোগ, তাদের সিট খালি থাকা সত্ত্বেও রোগী ভর্তি নিচ্ছে না। আইসিইউ খালি দেখা গেছে।

আমরা দুইটি হাসপাতালকেই রোগী ভর্তি নিয়ে দুঃসময়ে মানুষের পাশে থাকার অনুরোধ জানিয়েছি। কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছেন। যদি তারা রোগী ভর্তি না করেন, স্বাস্থ্যসেবা না দেন তাহলে আমরা প্রশাসনের দ্বারস্থ হবো।

পর্যায়ক্রমে নগরের সব বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে রোগী ভর্তির বিষয়ে সরেজমিন খোঁজখবর নেবেন বলে জানান জাকারিয়া দস্তগীর।