চট্টগ্রাম সমুদ্রবন্দর ২৪ ঘণ্টা খোলা রেখে আমদানি-রপ্তানি সচল রাখার কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : আজ মঙ্গলবার (১ আগস্ট) থেকে দেশের প্রধান বন্দর চট্টগ্রাম সমুদ্রবন্দর ২৪ ঘণ্টা খোলা রেখে আমদানি-রপ্তানি সচল রাখার কার্যক্রম শুরু হয়েছে।

ইতিপূর্বে আন্তমন্ত্রণালয়ের গৃহীত সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রশাসন) জাফর আলম।

চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, আজ থেকে চট্টগ্রাম বন্দরের ব্যাংক ও কাস্টমস অফিস ২৪ ঘণ্টা খোলা রাখা হবে। আমদানি-রপ্তানিকারকরা যাতে দেশের বৃহত্তম এই বন্দর থেকে সার্বক্ষণিক পূর্ণ সুযোগ-সুবিধা নিতে পারেন- সে কারণেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

২৪ ঘণ্টা বন্দর খোলা রাখার বিষয়ে বন্দর কর্তৃপক্ষ জানায়, চট্টগ্রাম বন্দরের দুটি গ্যান্ট্রি ক্রেন বিকল রয়েছে। তবে নতুন তিনটি রাবার গ্যান্ট্রি ক্রেন এরই মধ্যে চট্টগ্রাম বন্দরে আনা হয়েছে। এ বছরের মধ্যে আরো ১১টি রাবার গ্যান্ট্রি ক্রেন আনা হবে। এতে বন্দরের সক্ষমতা আরো বৃদ্ধি পাবে।