
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : নিম্নচাপের মধ্যে ঝড়ো হাওয়ায় সোমবার বিকেলে চট্টগ্রাম সমুদ্র বন্দরের বহির্নোঙরে সিমেন্টের কাঁচামাল ক্লিংকার বোঝাই দুটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে।
সাগর উত্তাল থাকায় ঢেউয়ের তোড়ে পতেঙ্গা বেড়িবাঁধে আরো দুটি জাহাজ আটকা পড়েছে।
বন্দরের বহির্নোঙরে ডুবে যাওয়া জাহাজ দুটি হলো- এমভি হাজী কায়েস এবং এমভি অলিম্পিক-২। তবে জাহাজ দুটির নাবিকরা নিরাপদে তীরে আসতে সক্ষম হয়েছে।
চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) জাফর আহমেদ জানিয়েছেন, সাগর উত্তাল থাকায় বহির্নোঙরে থাকা ক্লিংকারবাহী হাজী কায়েস এবং অলিম্পিক-২ দুটি লাইটারেজ জাহাজ ডুবে গেছে। হাজী কায়েস ১ হাজার ৭০০ মেট্রিক টন ক্লিংকার নিয়ে বহির্নোঙরে ছিল।
সমুদ্রের উত্তাল ঢেউ ও বাতাসে নোঙর করে রাখা এমভি অনন্যা-২সহ দুটি লাইটারেজ জাহাজ পতেঙ্গা বাঁধের সঙ্গে আটকে গেছে।
বন্দরের রেডিও কন্ট্রোল রুম সূত্র জানান, দুপুরে বন্দর থেকে ক্লিংকার নিয়ে অলিম্পিক-২ ও হাজী কায়েস নারায়ণগঞ্জের দিকে রওয়ানা দেওয়ার মুহূর্তে জোয়ারের তোড়ে ডুবে যায়। তবে জাহাজ ডুবির ঘটনায় বন্দর চ্যানেল নিরাপদ রয়েছে। চ্যানেলে জাহাজ চলাচলে সমস্যা হচ্ছে না।
সাগর উত্তাল থাকায় পতেঙ্গা সমুদ্র সৈকতে পানির উচ্চতা বৃদ্ধি পেয়েছে। প্রচণ্ড ঢেউ ও বাতাসের তোড়ে নোঙ্গর ছিঁড়ে দুটি লা্ইটারেজ জাহাজ পতেঙ্গ বেড়িবাঁধের কাছে চলে আসে। এম ভি অনন্যা-২ নামের গমবোঝাই জাহাজের ১৪ জন নাবিককে উদ্ধার করা হয়েছে।