চট্রগ্রাম আকমল আলী রোডে ঝুকিপূর্ণ জোড়া ভবনে ফাটল আতঙ্কে আছে ভবনের ভাড়াটিয়ারা

চট্রগ্রাম প্রতিনিধি: চট্রগ্রাম আকমল আলীরোডে হক মার্কেটের বিপরিতে পাশাপাসি চার তলা বিশিষ্ট  আকতার কোম্পানি ভবন ও ইউছুব ভবন নামে দুটি ভবনের নিচের ফ্লোর থেকে শুরু করে চারতলা পর্যন্ত বিভিন্ন স্থানে বড় আকারের ফাটল দেখা দিয়েছে এবং আস্খে আস্খে ইট বালি ধষে পরিতেছে ,আতঙ্কে আছে ভবনের ভাড়াটিয়ারা  । ভাড়াটিয়ারাদের অভিযোগ যে কোন মহুর্ত্রে ভূমিকম্পে ভবনটি ধসে পরতে পারে তার পরেও আমরা ঝুকি নিয়ে থাকতে হচ্ছে ।

ভাড়াটিয়া মোঃ ইদ্রিস বলেন ,ভবনে এতো বেশি ফাটল দেখে আমরা ভয়ে  ভবনের বাসা ছেরে দেই ।

ভাড়াটিয়ারা মোসাৎ শিউলি বেগম জানান ,আমরা অনেক দিন ধরে এই ভবনে আছি ,ভবনের ফাটল দেখে বাড়িওলাকে বললেও কোন ব্যবস্থা নেয়নি ।

এ বিষয় চট্রগ্রামের ইপিজিড ,ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন এর কর্মরত সিনিয়র স্টেশন অফিসার  জনাব মোঃ ওসমান গনি সিকট জানতে চাইলে তিনি জানান,আমি সরজমিনে তদন্ত করে জানতে পারি আকতার কোম্পানি ভবন ও  ইউছুব ভবনটি অত্যান্ত ঝুকি পূর্ণ অবস্থায় আছে ।

আসে পাশের জনগনের প্রতাশা কোনো দুর্ঘটনা ঘটার আগে যেন ভবনটি পূর্ণ নির্মান করা হয় ।