চবিতে ছাত্রলীগের অনির্দিষ্টকালের অবরোধ, কমিটি পুনর্গঠনের দাবি

কমিটি পুনর্গঠনের দাবিতে অনির্দিষ্টকালের অবরোধের ডাক দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রলীগ। কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৭টায় বিশ্ববিদ্যালয় ফটকে তালা ঝুলিয়ে দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা।

শিক্ষার্থীরা জানান, সকাল সাতটায় হঠাৎ করেই বিশ্ববিদ্যালয়ের ফটকে তালা দিয়ে কমিটি পুনর্গঠনের দাবিতে শ্লোগান দিতে শুরু করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের কমিটিতে পদবঞ্চিতরা।

সেই সাথে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করে তারা। একইসঙ্গে তারা শহর থেকে শাটল ট্রেন চলাচল বন্ধ করে দেয়। ট্রেন আটকে দেয়ায় নগরীর ষোল শহর ও বটতলী স্টেশনে আটকা পড়েন কয়েক হাজার শিক্ষার্থী। শিক্ষক, শিক্ষার্থীরা সময়মতো বিশ্ববিদ্যালয়ে পৌঁছাতে না পারায় বিভিন্ন অনুষদের ক্লাস ও পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। বার বার ছাত্রলীগের এ ধরনের আন্দোলন কর্মসূচির কারণে শিক্ষা জীবন নিয়ে শঙ্কিত সাধারণ শিক্ষার্থীরা।