চবি কাণ্ড: আহতরা কাতরাচ্ছে হাসপাতালে, ৩ শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থী ও স্থানীয় গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত দুই শিক্ষার্থীকে লাইফ সাপোর্টে এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

লাইফ সাপোর্টে নেওয়া দুইজন হলেন- বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ (২৪) ও সমাজতত্ত্ব বিভাগের মামুন মিয়া (২৩)।

এছাড়া ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী নাইমুল ইসলামকে (২৪) ঢাকায় পাঠানো হয়েছে। রোববার রাত ১০টার দিকে চট্টগ্রামে অস্ত্রোপচারের পর তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

চিকিৎসকরা জানিয়েছেন, নাইমুল ইসলামের রক্তনালীতে আঘাতজনিত (ভাস্কুলার ইনজুরি) কারণে তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে।

এদিকে গুরুতর আহতরা কাতরাচ্ছে হাসপাতালের বেডে। আহতদের মধ্যে বেশিরভাগ শিক্ষার্থী মাথায়, হাতে-পায়ে এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছে। যারা কিছুটা সুস্থ হয়েছে তাদের ছাড়পত্র দিয়ে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, রোববার বিকাল পর্যন্ত সংঘর্ষে আহত ১১৪ জন চবি শিক্ষার্থীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে এবং বিভিন্ন বেসরকারি হাসপাতালে আরও ৩০ জন চিকিৎসা নিতে যান। এছাড়া প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে চিকিৎসা নিয়েছেন। সোমবার দুপুর পর্যন্ত চমেক হাসপাতালে ৮ জন এবং বেসরকারি পার্কভিউ হাসপাতালে ৫ জন চিকিৎসাধীন ছিলেন।

চমেক হাসপাতালের ২৬ নম্বর অর্থোপেডিক ও ট্রমাটলজি ওয়ার্ডে গিয়ে দেখা যায়, ব্যথায় কাতরাচ্ছেন চবি শিক্ষার্থী পলাশ মল্লিক। এক হাতে ব্যান্ডেজ করা পলাশ বসে আছেন। তার পিঠে কোপানোর কারণে ঠিকমতো শুয়ে থাকতে পারছেন না। তার এক বেড পরেই রয়েছেন এহসান। তারও মাথায় এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়েছে স্থানীয়রা।

জানতে চাইলে পলাশ মল্লিক বলেন, প্রক্টর স্যার আহত হয়েছেন শুনে আমরা ঘটনাস্থলে যাই। সেখান থেকে স্যারকে নিয়ে চলে আসার সময় আমাদের ওপর হামলা করা হয়। গ্রামবাসী রামদা দিয়ে আমাদের কুপিয়েছে। আমার সঙ্গে ইমতিয়াজ ছিল। তাকেও মাথায় খুব মারাত্মকভাবে জখম করা হয়েছে। সেখান থেকে সহপাঠীরা আমাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

জানা গেছে, অবস্থার অবনতি হওয়ায় রোববার বিকালে চমেক হাসপাতাল থেকে ইমতিয়াজ ও মামুনকে নগরীর বেসরকারি পার্কভিউ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রথমে তাদের আইসিইউতে নেওয়া হয়। রাতে মাথায় অস্ত্রোপচারের পর অবস্থার অবনতি হলে তাদের লাইফ সাপোর্টে নেওয়া হয়।

পার্কভিউ হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডা. এটিএম রেজাউল করিম বলেন, চবির ৫ জন শিক্ষার্থী আমাদের এখানে চিকিৎসাধীন। এরমধ্যে ইমতিয়াজের অবস্থা ভালো না। তার এখনো (সোমবার সন্ধ্যায়) জ্ঞান ফেরেনি। তবে মামুন মিয়ার অবস্থা আগের চেয়ে কিছুটা উন্নতির দিকে। বাকি ৩ জন ওয়ার্ডে চিকিৎসাধীন।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম যুগান্তরকে বলেন, চবির আহত শিক্ষার্থীদের চিকিৎসা নিয়মিত মনিটরিং করা হচ্ছে। ঢাকায় পাঠানো নাজমুল ইসলামের অপারেশন সাকসেসফুল হয়েছে। আহতদের মধ্যে তিনজন ছাড়া সবাই আশঙ্কামুক্ত।