বিনোদন ডেস্কঃ ভারতীয় চলচ্চিত্রের ‘লেডি সুপারস্টার’ তকমা পেয়েছেন দক্ষিণ ভারতের অভিনেত্রী নয়নতারা। গত বছরটাও দারুণ কেটেছে তার, শাহরুখ খানের সঙ্গে ব্লকবাস্টার ‘জাওয়ান’একই বছর ‘ইরাইভান’ ও ‘অন্নপুরানি: দ্য গডেস অব ফুড’ সিনেমাতেও দেখা গিয়েছিল তাকে। এবার নয়নতারা প্রযোজক হিসেবে চমকে দিয়েছেন টেলিভিশনের আলোচিত অভিনেতা কাভিনকে, তার সিনেমায় নায়ক নির্বাচন করে।
শুধু তাই নয়, এই অভিনেতার সহশিল্পী হিসেবেও অভিনয় করতে যাচ্ছেন নয়নতারা। এ খবর শুনেই চমকে গেছেন তার অনুরাগীরা। কারণ একটাই– যে সময়ে বলিউড তাকে হাতছানি দিয়ে ডাকছে, সেই সময় অভিনেত্রী নিজেই কিনা নতুন জুটি নিয়ে পর্দায় আসতে চাচ্ছেন; যা অনেকের কাছেই বিস্ময়কর!
ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, তামিল অভিনেতা কাভিনকে নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা নয়নতারা ও তার স্বামী ভিগনেশ– দুজনেরই। নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমাটি পরিচালনা করবেন বিষ্ণু আডাভান।
প্রধান দুই চরিত্রে থাকছেন নয়নতারা ও কাভিন। তাদের পাশাপাশি দক্ষিণ ভারতের আরও কয়েকজন আলোচিত অভিনয়শিল্পীকে এ সিনেমায় দেখা যাবে।