সাদা পোশাকের নেতৃত্বে ফিরেছেন নাজমুল হাসান শান্ত। টাইগার টপ অর্ডার ব্যাটারকে অধিনায়ক করে টেস্ট দল দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আয়ারল্যান্ডের বিপক্ষে লাল বলের দুটি ম্যাচের সিরিজে চমক হিসেবে আছেন মাহমুদুল হাসান জয়।
মঙ্গলবার (৪ নভেম্বর) বিসিবির ঘোষিত ১৪ সদস্যের দলে জায়গা পেয়েছেন অফফর্মের কারণে আলোচনায় থাকা জাকির আলী অনিক। জয়কে রাখতে বাদ দিতে হয়েছে এনামুল হক বিজয়কে। সাদা পোশাকে টপ অর্ডারে খুব একটা ভালো ছিলেন না জয়। ২০২৪ সাল থেকে এখন পর্যন্ত ১৬ ইনিংসে কোন ফিফটি নেই তার। তবে সম্প্রতি সাদা বলের ক্রিকেটে নিজেকে প্রমাণ দিয়েছেন।
‘এ’ দলের এশিয়া কাপের দলে থাকায় মাহিদুল ইসলাম অঙ্কন নেই দলে। পেস বোলিংয়ে আছেন চার পেসার— হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন ও খালেদ আহমেদ। স্পিন আক্রমণে তাইজুল ইসলাম ও মেহেদী মিরাজের সঙ্গী হাসান মুরাদ।
১১ নভেম্বর সিলেটে সিরিজের প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ। সব ঠিক থাকলে আইরিশদের বিপক্ষে ওই টেস্ট দিয়ে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্ট খেলবেন মুশফিকুর রহিম।
দ্বিতীয় টেস্ট ১৯ নভেম্বর থেকে ঢাকার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
টেস্ট স্কোয়াড
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাহিদ রানা, এবাদত হোসেন চৌধুরী ও হাসান মুরাদ।


