চরফ্যাশনের ওমরপুরে নৌকার গণজোয়ার

তরিকুল ইসলাম হৃদয়, চরফ্যাশন প্রতিনিধি: ওমরপুর ভূঁইয়ার হাট বাজারে নৌকা মার্কার শেষ নির্বাচনী জনসভায় উপস্থিত ছিলেন, গোলাম কিবরিয়া টিপু যুগ্মসাধারণ সম্পাদক ওমরপুর ইউনিয়ন আওয়ামী লীগ, নুরউদ্দিন রিপন সদস্য উপজেলা যুবলীগ, শাহজাহান মাস্টার সাবেক সভাপতি ৪নং ওয়ার্ড আওয়ামী লীগ ওমরপুর ইউনিয়ন,শিহাব উদ্দিন সহ-সভাপতি ওমরপুর ইউনিয়ন আওয়ামীলীগ, আলহাজ্ব মিজানুর রহমান সমন্বয়কারী নির্বাচন পরিচালনা কমিটি ও ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক উপজেলা আওয়ামী লীগ, বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান ভারপ্রাপ্ত সভাপতি ওমরপুর ইউনিয়ন আওয়ামীলীগ, সাখাওয়াত ভূঁইয়া উপ মুক্তিযোদ্ধা ও গবেষণা বিষয়ক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, ওমরপুরে সাধারন জনগণের দীর্ঘ প্রতিক্ষার পরে দীর্ঘ ১৩বছর পর আগামী ২৮ নভেম্বর ভোলার চরফ্যাশনের ওমরপুর  ইউপি নির্বাচনে ভোট অনুষ্ঠিত হচ্ছে।সাধারণ মানুষের মধ্যে নির্বাচনের হাওয়া লেগেছে, দলমত নির্বিশেষে নৌকা মার্কার  স্লোগানে স্লোগানে ওমরপুরে গণজোয়ার চলছে।

সাধারন মানুষের মধ্যে ঈদের আনন্দ বিরাজ করছে,সাধারণ মানুষের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিদ্যমান। এদিকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোঃ রিয়াজুল ইসলাম রিজন অভিযোগ করেছে, ইউনিয়নের সীমানা নির্ধারণ নিয়ে দীর্ঘ ১৩ বছর মিথ্যা বানোয়াট মামলা দিয়ে নির্বাচন স্থগিত রেখে ১৩ বছর ধরে একটানা ভোগ করেছেন,এবং অত্র এলাকায় মাদক এবং জুয়ার রাজত্ব কায়েম করেছেন,ইউনিয়নের গরিব-দুঃখী সাধারণ মেহনতী মানুষ সরকারি বিভিন্ন অনুদান থেকে বঞ্চিত হয়েছেন,সেই অনুদান ভোগ করেছেন তার পালিত ত্রাস এবং গুন্ডাবাহিনী।

এবং তিনি আরও জানান, আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে নৌকা মার্কার নির্বাচনী প্রচারণাতে বিঘ্ন ঘটাতে বিভিন্ন অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছেন, ভোটার এবং নৌকা মার্কার সমর্থনকারীদের বিভিন্ন প্রকার ভয়-ভীতি প্রদর্শন করেছেন। তাই তিনি সকলকে আহ্বান জানিয়েছেন দল-মত-নির্বিশেষে ২৮ তারিখ নির্বাচনের দিন সকল হুমকি-ধামকি কে উপেক্ষা করে সুষ্ঠ নির্বাচন হবে।কোন অপ্রীতিকর ঘটনাকে প্রশ্রয় দেয়া হবে না, সকল বাধাকে উপেক্ষা করে সকল ভোটারগন ভোট কেন্দ্রে উপস্থিত থেকে একটিবারের জন্যে হলেও নৌকাকে বিজয়ী করে সাধারণ মানুষের পাশে থেকে উন্নয়নমূলক কাজ করতে চান, এবং প্রিয় নেতা আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব এম পি মহোদয়ের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে চান।