চরফ্যাশনে ইউপি নির্বাচনে প্রার্থীদের দৌড়ঝাঁপ

তরিকুল ইসলাম হৃদয়,চরফ্যাসন প্রতিনিধি: চরফ্যাশনের একাধিক এলাকায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের হাওয়া লেগেছে। ৭ নভেম্বর ২০২২  উপজেলার ৩টি ইউনিয়নের তফসিল ঘোষণার পর থেকে সম্ভাব্য প্রার্থীরা শো-ডাউন করে মাঠ গরমের পাশাপাশি চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন নিশ্চিত করতে দলের উপজেলা ও জেলা কমিটির শীর্ষস্থানীয় নেতাদের কাছে লবিং শুরু করেছে।জানা যায়, চরফ্যাশন উপজেলার ২১টি ইউনিয়ন পরিষদ রয়েছে। এগুলোর মধ্যে সর্বশেষ  ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষিত  হয়েছে।
উপজেলা নির্বাচন অফিসার রফিকুল ইসলাম জানান, পর্যায়ক্রমে সবগুলো ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এলক্ষ্যে ৩টি ইউনিয়নের ভোটকেন্দ্রগুলো প্রস্তত করা হচ্ছে। নির্বাচনের আগাম প্রস্ততি নিতে নির্বাচন অফিস দৌড়-ঝাপ শুরু করায় প্রার্থীরাও তৎপর হয়ে উঠেছেন।সোমবার  জিন্নাগড় ইউনিয়নে চেয়ারম্যান প্রাথী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোল্লা আবুল কালাম আজাদ সমর্থনে জিন্নাগড় ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী হিসেবে  বিশাল শো-ডাউন করেছে। মোল্লা আবুল কালাম আজাদ আওয়ামীলীগ মনোনয়ন দিলে চেয়ারম্যান প্রার্থী হিসেবে সকলের সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন। এছাড়া উপজেলার নীলকমল আমিনাবাদ ও জিন্নাগড় ইউনিয়নে  আওয়ামীলীগের মনোনয়ন পেতে  সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী সভা সমাবেশ ও মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে প্রার্থী হিসেবে নিজেদের অবস্থান জানান দিচ্ছেন। এসব এলাকার মসজিদে, বিভিন্ন সামাজিক অনুষ্ঠানগুলোতে গিয়ে  নির্বাচনে প্রার্থী হিসেবে দোয়া ও কুশল বিনিময় করছেন।
নির্বাচনে দলীয় মনোনয়ন নিশ্চিত করার দৌড়ে আওয়ামীলীগ ঘরনার প্রার্থীদের সংখ্যা অনেক বেশী। প্রত্যেক ইউনিয়নে এই সংখ্যা ৫ থেকে ১০ জন পর্যন্ত দাড়িয়েছে। ঘোষিত তিন ইউনিয়নের মধ্যে জিন্নাগড় ইউনিয়নে আবুল কালাম আজাদ, মোঃ হোসেন মিয়া,ইউসুফ আলী চৌধুরী, ইয়ার উল্লাহ মাস্টার ও হাজি শহিদ উল্লাহ,আমিনাবাদ ইউনিয়নে এনায়েত উল্লাহ সবুজ, সায়েদুল রহমান মিঠু,জামাল উদ্দিন,আনোয়ার হোসেন কন্ডাকটার, নাফিজ পাঠওয়ারী। নীলমকল ইউনিয়নে ইকবাল হোসেন লিখন ও আলমগীর হোসেন হাওলাদার চেয়ারম্যান প্রার্থী হিসেবে হাট বাজারে গণসংযোগ ও মটর বাইক নিয়ে শোডাউন শুরু করেছেন।