চরফ্যাশনে জিনাগর ইউপি প্যানেল চেয়ারম্যানের অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ ভোলার চরফ্যাশনের জিন্নাগড় ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি আবু জাহের-কে অপসারণের দাবিতে ঝাড়ু মিছিল করে উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছে এলাকাবাসী।
মঙ্গলবার ১ অক্টোবর সকাল ১০ টায় বিক্ষোভ, ঝাডু মিছিলটি উপজেলার সাবেক সাংসদ আলহাজ্ব নাজিমুদ্দিন আলম সাহেবের বাসভবনের সামনে থেকে বের হয়ে চরফ্যাশন বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নারী-পুরুষসহ ওই এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিক্ষোভ কারীরা তাদের স্লোগানে ও অভিযোগ করে বলেন, স্বৈরাচারী খুনি হাসিনার দোসর জিন্নাগড়ের শীর্ষ ভূমিদস্যু ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আওয়ামি লীগের সভাপতি আবু জাহের ফরাজী এবং তার পরিবারের লোকজন। যাদের অত্যাচারে শতশত বিএনপি পন্থী ও সাধারণ মানুষ অতিষ্ঠ। কুখ্যাত মাদক সম্রাট সুমন ফরাজী ওরফে (বাবা সুমন) এই জাহের ফরাজীর ছেলে। ইউপি সদস্য থাকাবস্তায় তিনি সবসময় গরিব মেহনতী মানুষের অধিকার বঞ্চিত করেন। বিভিন্ন সরকারি সুযোগ-সুবিধা দেয়ার ক্ষেত্রে স্বজনপ্রীতি করেছিলেন। উন্নয়নমূলক কাজে দূর্নীতি, ভূমিদস্যুতা এবং বিরোধী দলের নেতাকর্মীদের উপর দমন নিপীড়ন করে আসছেন।
বিক্ষোভকারীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা নওরীন হকের কাছে একটি স্মারক লিপি জমা দেন।
এ সময় উপজেলা নির্বাহ অফিসার নওরিন হক বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে বিষয়টি খতিয়ে দেখব। আইনগত ব্যবস্থা নেয়া হবে।