
চরফ্যাশন প্রতিবেদকঃ ভোলা জেলার চরফ্যাশনে বাগান থেকে মস্তকবিহীন দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বাগান থেকে উদ্ধার হওয়া দুই যুবকের পরিচয় জানা যায়নি।
আজ (বৃহস্পতিবার, ৮ এপ্রিল) দুপুর ১টার ৩০ মিনিটের দিকে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ভূঁইয়ার বাগান থেকে মরদেহ দু’টি উদ্ধার করা হয়।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন মিঞা বিষয়টি নিশ্চিত করে বলেছেন, বৃহস্পতিবার দুপুরে স্থানীয়রা ওই দুই যুবকের মস্তকবিহীন লাশ দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে আমরা লাশ দুটি উদ্ধার করি। তবে নিহতদের মস্তকবিহীন থাকায় কেউ তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি। তাদের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে।
তিনি আরও জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এছাড়াও পুরো বিষয়টি তদন্ত চলছে।