চরফ্যাশনে বিএনপি–জামায়াত সংঘর্ষে আহত ১৩

মীর সাজু ‎চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক: ‎ভোলার চরফ্যাশনে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১৩ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজনকে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

‎সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার চকবাজার ও চরফ্যাশন হাসপাতাল এলাকায় দফায় দফায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

‎খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এমাদুল হোসেন, চরফ্যাশন থানা পুলিশ ও নৌবাহিনীর সদস্যরা হাসপাতালে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় উভয় পক্ষের নেতাকর্মীদের হাসপাতাল এলাকা থেকে সরিয়ে দেওয়া হয় এবং আহতদের চিকিৎসার ব্যবস্থা করা হয়।

‎বিএনপির পক্ষে উপজেলা যুবদলের সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল স্থানীয় যুবদল নেতা সবুজের বরাত দিয়ে জানান, চকবাজার এলাকায় বিএনপি ও জামায়াত উভয় দলের গণসংযোগ চলাকালে জামায়াতের গণসংযোগে অংশ নেওয়া যুবলীগের জামালসহ জামায়াতের কয়েকজন কর্মী বিএনপির গণসংযোগে ঢুকে পড়েন। এতে উভয় পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। পরে বিষয়টি মীমাংসার কথা থাকলেও ছাত্রশিবিরের নেতাকর্মীরা প্রায় ৩০টি মোটরসাইকেল নিয়ে এসে বিএনপির কর্মীদের ওপর হামলা চালায়। এতে বিএনপির ৬ থেকে ৭ জন নেতাকর্মী আহত হন।

‎অন্যদিকে ভোলা-৪ (চরফ্যাশন ও মনপুরা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীদের হামলায় জামায়াতের ৫ থেকে ৬ জন নেতাকর্মী আহত হয়েছেন। তিনি এ ঘটনাকে ‘পৈশাচিক হামলা’ উল্লেখ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং হামলায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি করেন। পাশাপাশি নির্বাচনকেন্দ্রিক প্রচার-প্রচারণায় বাধা প্রদানকারীদের বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

‎এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. এমাদুল হোসেন বলেন, ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

‎চরফ্যাশন থানার (ওসি) জাহাঙ্গীর বাদশা জানান,
সংঘর্ষের ঘটনার পর পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত কোনো পক্ষ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।