চরফ্যাশনে মেঘনায় ৮ জেলে আটক

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ অবরোধের প্রথম দিনেই চরফ্যাশনে মেঘনায় মাছ আহরণ কালে ৮ জেলেকে আটক করেছে চরফ্যাসন মৎস অফিস। গত শনিবার গভীর রাতে চরফ্যাসনের চর পিয়াল এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃতদের চরফ্যাসন থানা হেফাজতে রাখা হয়েছে। তারা হলেন- মিজান(২৩),চান শরিফ(২১),মনির(২০),কবির (২৯),কামরুল মাঝি(৪০),সিদ্দিক(১৭),বেল্লাল(৪০),মহিউদ্দিন(২০)এদের সকলের বাড়ি মনপুরা উপজেলা সাপকুচিয়া গ্রামে হলেও কামরুল মাঝির বাড়ি চরফ্যাশন উপজেলা চর মাদ্রাজ আফজাল গ্রামে।
জেলেরা জানান, জেলেরা তিন দিন যাবৎ নদীতে মাছ শিকার করছিল। শনিবার মধ্যরাতে থেকে মৎস্য আহরণ নিষিদ্ধ এটা তাদের জানা থাকলেও যথা সময়ে ঘাটে পৌঁছাতে পারেননি। এ সময় মৎস্য অফিসের কর্তৃপক্ষ অভিযান কালে তাদেরকে আটক করে। তারা রাতে খাবার খেয়ে ঘুমিয়ে পড়ছিল। ঘুম থেকে উঠতে না উঠতেই সকাল হয়ে যায়। এমতাবস্থায় মৎস্য কর্তৃপক্ষ তাদেরকে আটক করে। কর্তৃপক্ষ এ সময় তাদের তিন দিনের জমাকৃত মাছ নিয়ে যায়। জালগুলো পুড়িয়ে দেয়। এ বিষয়ে মৎস্য অফিস কর্তৃপক্ষকে কল দিলে কল রিসিভ করেনি।
চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ জানান, আটককৃত জেলেদেরকে থানা হেফাজতে রাখা হয়েছে।