
শাহ কামাল, চরফ্যাশন(ভোলা)প্রতিনিধি: চরফ্যাশন মেঘনা নদীর পাড়ে অবস্থিত প্রশান্তি পার্কে জিও ব্যাগের উপরে এক অজ্ঞাত নারীর লাশ উদ্ধার করেছে চরফ্যাসন থানা পুলিশ। তার বয়স আনুমানিক ১৮-২০ হতে পারে। ধারনা করা হচ্ছে কেউ তাকে হত্যা করে নদীতে লাশ ফেলে দেয়।
২৫ সেপ্টেন্বর বুধবার সাড়ে ১১ টায় চরফ্যাশন বেতুয়া নদীর পাড়ে পাওয়া গেছে লাশটি। এ রিপোর্ট লেখা পর্যন্ত এখনও লাশের পরিচয় মিলেনি বলে জানিয়েছে পুলিশ।
স্থানীয় ও থানা সুত্রে জানা যায়, মেঘনা নদীর পাড়ে বেতুয়া বাঁধ রক্ষা জিও ব্যাগের উপরে পড়েছিল লাশটি। স্থানীয়রা লাশ দেখে পুলিশকে খবর দিলে
পুলিশ লাশটি উদ্ধার করে চরফ্যাশন থানায় নিয়ে আসে। লাশের ময়না তদন্তের জন্য ভোলা জেলা মর্গে প্রেরন করা হয়েছে।