চরফ্যাশন (ভোলা)প্রতিনিধিঃ চরফ্যাশনে রহস্যজনক এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শনিবার রাতে লাশ উদ্ধার করে থানা হেফাজতে রাখা হয়েছে।
লাশের পরিবার সূত্রে জানা যায়, ১২ অক্টোবর শনিবার মাগরিবের সময় লালমোহন উপজেলা রায়চাঁদ এলাকার ৪ নং ওয়ার্ডের আব্দুর রশিদের স্ত্রী রিজিয়া (৫৫) পারিবারিক কাজ করছিল। একটি বিষাক্ত সাপ তাকে দংশন করে। এসব তার স্বামী আব্দুর রশিদ বাজারে ছিল। বৃদ্ধার ডাকচিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। স্থানীয় ওজা বৌদ্ধ দ্বারা চিকিৎসা করেও তাকে সুস্থ করতে পারেনি। গুরুতর অসুস্থ হলে চরফ্যাশন হাসপাতালে নেয়ার পথে বৃদ্ধার মৃত্যু হয়।
চরফ্যাশন হাসপাতালে জরুরী বিভাগের উপ-স্বাস্থ্য সহকারী রিয়াজ জানান, মৃত অবস্থায় বৃদ্ধাকে জরুরী বিভাগে আনা হয়। কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। লাশের গায়ে সাপে দংশনের কোন চিহ্ন দেখা যায়নি। তার মৃত্যু রহস্যজন হতে পারে। তাই থানাকে সংবাদ দিয়েছি।
চরফ্যাশন থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান হাওলাদার জানান, লাশ উদ্ধার করে চরফ্যাশন থানায় আনা হয়েছে। লাশের বাড়ি লালমোহন উপজেলা রায়চাঁদ গ্রামে। এখন দুই থানার কারণে একটু সমস্যা হয়েছে। তবে লাশের পোস্টমর্টেম করার সম্ভাবনা রয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ থানা হেফাজতেই রয়েছে।