চরফ্যাশনে “স্মার্ট ফার্মিং হেলদি ফুড” প্রকল্পের কৃষক মাঠ দিবস

শাহ কামাল, চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি: “স্মার্ট ফার্মিং হেলদি ফুড” প্রকল্পের আওতায় কৃষক-কৃষানীদের নিয়ে অভিজ্ঞতা বিনিময়,কলা কৌশল শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

“ইস্ট ওয়েস্ট সীড” নলেজ ট্রান্সফার এর আয়োজনে ৩জুলাই বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩ টায় উপজেলার আবদুল্লাপুর দক্ষিন শিবায় দিবসটি অনুষ্ঠিত হয়।

ইস্ট ওয়েস্ট সিড কোম্পানির প্রতিনিধি মিল্টন চাকমার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন চরফ্যাশন উপজেলা কৃষি উপ-সহকারী কর্মকর্তা সমির মজুমদার। ইস্ট ওয়েস্ট সিড কোম্পানির প্রতিনিধি (এমডিও) সজল তরফদার, বীজের ডিলার আব্বাস উদ্দিন, নলেজ ট্রান্সফার কর্মকর্তা সাদ্দাম হোসেন,সনি আক্তার,ঙ সফল কৃষক-কৃষানী সহ গণমান্য ব্যক্তিবর্গ।

ইস্ট ওয়েস্ট সিড কোম্পানির প্রতিনিধি (এমডিও) সজল তরফদার তার বক্তৃতায় শক্তিশালী মাটিতে বেহুলা মিষ্টি কুমড়া, শিরি, দরদি সহ উন্নতমানের বীজ ও চাষাবাদ নিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করেন। ভালো ফলন ও বাজারজাতকরণে তিনি কলাকৌশল নিয়ে কৃষক কৃষাণীদেরকে ধারনা ও গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন।

অনুষ্ঠানের শুরুতে ইস্ট ওয়েস্ট সীড নলেজ ট্রান্সফারের পক্ষ থেকে মিল্টন চাকমা টেকনিক্যাল অংশ্রগ্রহণকারী সকলের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় তিনি উপস্থিত অতিথিদের “স্মার্ট ফার্মিং হেলদি ফুড” প্রকল্পে ইস্ট ওয়েস্ট সীড নলেজ ট্রান্সফারের ভূমিকা, প্রকল্পের সারসংক্ষেপ, প্রকল্পে ব্যবহৃত জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তিগুলোর সাথে পরিচয় করিয়ে দেন। এছাড়াও, প্রকল্পের সময়কালে চরফ্যাসনে কী সাফল্য অর্জিত হয়েছে, আগামী দিনের জন্য পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

প্রধান অতিথি সমীর মজুমদার বলেন, ওয়েস্ট সীড বাংলাদেশে সবজির বীজের বাজারে বেশ সুনামের সাথে ব্যবসা করছে। তারই ধারাবাহিকতায় ইস্ট ওয়েস্ট সীড নলেজ ট্রান্সফার কৃষকদের মাঝে জলবায়ু সহিষ্ণু কৃষি প্রযুক্তি ছড়িয়ে দিচ্ছে। প্রকল্পের এ পর্যায়ে এসে উন্নত নার্সারীতে চারা উৎপাদন থেকে শুরু করে উঁচু মাচা, মালচিং, সর্জন ইত্যাদি কৃষি প্রযুক্তির বিষয়ে কৃষকদের জ্ঞান সত্যিই প্রশংসনীয়।

কৃষকদের মধ্য থেকে কয়েকজন কৃষক আধুনিক কৃষি নিয়ে তাদের অভিজ্ঞতা, এই প্রকল্পের প্রশিক্ষণ কিভাবে তাদের সাহায্য করেছে এবং জীবিকা ও উপার্জনে গুরুত্বপুর্ণ ভুমিকা রাখছে তা তুলে ধরেন।

অনুষ্ঠানে সফল প্রধান কৃষক, সবজি পাইকারী ক্রেতা, ইস্ট ওয়েস্ট সীড নলেজ ট্রান্সফারের প্রতিনিধি সহ শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত অতিথিরা স্পষ্ট ধারনা নিয়ে প্রশ্ন উত্তর পর্বের মাধ্যমে পুরস্কার বিতরণ করে মাঠ দিবস অনুষ্ঠান সমাপ্তি হয়।