চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি শিপু ফরাজী সম্পাদক দুলাল

নিজস্ব প্রতিবেদকঃ চরফ্যাশন প্রেসক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের চরফ্যাশন উপজেলা প্রতিনিধি শিপু ফরাজী। আর সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শহিদুল ইসলাম দুলাল (বরিশালের কথা)। নির্বাচিত এই কমিটি ২০২৫ সালের ৩১ ডিসিম্বর পর্যন্ত দায়িত্ব পালন করবে।

গতকাল শুক্রবার সন্ধ্যায় চরফ্যাশন প্রেসক্লাব ভবনে ক্লাবের প্রবীন সদস্য মাওলানা আবদুল জলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত জরুরি সভায় পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

কার্যনির্বাহী কমিটির সহ সভাপতি হয়েছেন- কামরুজ্জামান (নয়া দিগন্ত), আবু জাফর সাইফ উদ্দিন (স্বদেশ প্রতিদিন), এম লোকমান হোসেন (দৈনিক সংগ্রাম) ও কামরুল সিকদার (কালের কন্ঠ)।

যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মিজান নয়ন (ইত্তেফাক), সাংগঠনিক সম্পাদক এআর সোহেব চৌধুরী (ভোরের কাগজ), বার্তা সম্পাদক হয়েছেন শাহাবুদ্দিন সিকদার (মানব জমিন), দফতর সম্পাদক হয়েছেন মাহবুবুর রহমান নাজমুল (দৈনিক জনতা), সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন মোস্তাফিজুর রহমান (সময়ের খবর), প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন শ্রী অশোক সাহা (খবর পত্র)।

নতুন কমিটির নির্বাহী সদস্য হয়েছেন- হাবিবুর রহমান সেলিম, ইদ্রিস মাদ্রাজী, মাওলানা রুহুল আমিন, নজরুল কবির ও প্রভাষক কামাল হোসেন।

চরফ্যাশন প্রেসক্লাবের নবগঠিত এই কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন, উপজেলার বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা।