
শাহ কামাল, চরফ্যাসন(ভোলা)প্রতিনিধি: ডাকসু এজিএস সাবেক এমপি আলহাজ্ব নাজিম উদ্দিন আলম বলেন, আমি দীর্ঘ বছর রাজনীতি করি। তিন তিনবার এমপি হয়েছি। তৎকালীন সময় চরফ্যাশন মনপুরায় কোন রাস্তাঘাট পাকা ছিল না। আমি দক্ষিণ আইচা সড়ক, দুলারহাট সড়ক, বেতুয়া সড়ক, কেরামতগঞ্জ সড়ক,ভূইয়ারহাট সড়ক,সহ আঞ্চলিক সড়ক গুলো পাকা করেছি। বিভিন্ন ব্রিজ, কালভার্ট নির্মাণ করেছি। শুধু তাই নয়, ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স,চরফ্যাশন ৫০ শয্যা হাসপাতাল, দক্ষিন আইচা হসপিটাল, চরফ্যাশন পৌরসভা ভবন। বিভিন্ন কলেজ, স্কুল, মাদ্রাসা সহজ শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ করেছি। অবকাঠামো উন্নয়ন করেছি অনেক। আমার আগে তো কেউ এসব কাজ করেনি। আজ অনেকেই বড় বড় কথা বলে।
তিনি আরো বলেন, দিনের ভোট রাতে করে ১৭ বছর ক্ষমতায় থেকে বিএনপি নেতাকর্মীদেরকে মিথ্যা মামলা, হামলা দিয়ে জেল জুলুম করে নির্যাতন করেছে। আওয়ামী সরকার একটি জালিম সরকার। তারা ভারতের ফরমায়েশ কায়েম করেছে। এ দেশকে জঙ্গিবাদ বানিয়েছে। দেশের মানুষকে জিম্মি করে দ্রব্যমূল্য বাড়িয়ে দেশের বিনিয়োগ বাধাগ্রস্থ করেছে। আজ ছাত্র-জনতার আন্দোলনে দেশ স্বৈরাচার মুক্ত স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে। গণঅভ্যুত্থানের পর এদেশে আন্দোলনে অন্তর্বর্তীকালীন সরকার হয়েছেন প্রফেসর ডক্টর ইউনুস স্যার। তিনি রাষ্ট্র সংস্কারের মধ্য দিয়ে সকল দলকে সঙ্গে নিয়ে একটি অবাদ,নিরপেক্ষ নির্বাচন উপহার দিবে। এটাই আমরা কামনা করছি। দ্রুততম সময়ে নির্বাচন হলে দেশে উন্নয়ন বৃদ্ধি পাবে। দেশি বিদেশীদের বিনিয়োগ বাড়বে। নির্বাচন হলে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ স্বৈরাচারমুক্ত উন্নয়নে এগিয়ে যাবে।
দেশ যখন ষড়যন্ত্রমুক্ত স্বাধীন রাষ্ট্রে পরিণত হয়েছে,ঠিক তখনি দেশ নিয়ে আবার নতুন ষড়যন্ত্র চলছে। দেশের জনগণ ঐক্যবদ্ধ থাকলে কোন ষড়যন্ত্রই কাজে আসবে না।
চরফ্যাশন মনপুরায় আমি অনেক উন্নয়ন করেছি। তাই জনগণ অনেক ভালোবাসে। কিছু বেইমান, লোভি, স্বার্থপর, দুষ্কৃতিকারী নেতাকর্মী দলের থেকে সুবিধা নিয়ে চেয়ারম্যান, প্রিন্সিপাল, প্রফেসর সহ বিভিন্ন চাকরির উচ্চপদস্থ কর্মকর্তা হয়েছে। তারা আমার থেকে সুবিধা নিয়ে আঙ্গুর ফুলে কলা গাছ হয়েছে। তারাই এখন আবার আওয়ামী লীগের সাথে আতাত করে নতুন ষড়যন্ত্র করছে। মনপুরা জনগণের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে।
২২জানুয়ারি বুধবার বিকাল ৪টায় চরফ্যাশন সদর রোডে বিএনপি কর্তৃক আয়োজিত জনসভায় প্রধান অতিথি সাবেক এমপি আলহাজ্ব নাজিম উদ্দিন আলম তার বক্তৃতায় এসব কথা বলেন।
সাবেক মেয়র আ ন ম আমিরুল ইসলাম মিন্টিজ এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) আব্দুল মতিন, ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) ডাঃ হুমায়ুন কবির, বিশিষ্ট শিল্পপতি আব্দুল সাত্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব মোতাহার হোসেন আলমগীর মালতিয়া।
সভায় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আশরাফুর রহমান দিপু ফরাজী, প্রেসক্লাব সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম দুলাল, বিএনপির সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক শামসুদ্দিন কাউস, শ্রমিক দলের সাবেক সভাপতি মীর আজাদ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি মীর সায়েদ সহ প্রমূখ। জনসভায় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রায় লক্ষাধিক নেতাকর্মী ও সমর্থক মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।