‘চরাঞ্চলে অবশিষ্ট ৭৫ শতাংশ জমির সুষ্ঠু ব্যবহারের বিকল্প নেই’

চরাঞ্চলে মাত্র ২৫ শতাংশ জমি ব্যবহার হয়েছে। অবশিষ্ট ৭৫ শতাংশ জমির সুষ্ঠু ব্যবহার নিশ্চিতে স্থানীয় সরকার ব্যবস্থার বিকল্প নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

রোববার (১০ নভেম্বর) দুপুরে রাজধানীর একটি হোটেলে ‘মেকিং মার্কেটস ওয়ার্ক ফর দি চরস’ শীর্ষক প্রকল্পের এক সেমিনারে এ কথা বলেন তিনি।

চরাঞ্চলে সহজ ঋণ সুবিধা প্রদান করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে চরের মানুষদের জন্য সহজ ঋণের ব্যবস্থা করতে হবে। তাই ক্ষুদ্র ঋণ প্রকল্প নিয়ে কর্মরতদের মাধ্যমে চরের জন্য বিশেষ ঋণ প্রকল্প করা যায় কিনা তা মন্ত্রণালয়কে অনুরোধ করা হবে বলেও জানান তিনি।

এসময় অনেক সংগ্রামের মধ্যেও দেশের অর্থনীতিতে অংশ নিয়ে দেশের অগ্রযাত্রায় ভূমিকা রাখায় চরাঞ্চলের মানুষকে ধন্যবাদ জানান তিনি।