
অর্থনৈতিক প্রতিবেদক : চলছে অনলাইনে ভ্যাট নিবন্ধন। ১৫ মার্চ এর যাত্রা শুরু হয়েছে। উন্মুক্ত হওয়ার পর প্রথম দিন ৩০ এর অধিক ব্যবসা প্রতিষ্ঠান নিবন্ধন করেছে। বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৩১৩ জন ব্যবসায়ী ভ্যাট রেজিস্ট্রেশন করেছেন।
আগামি ২৩ মার্চ আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন হওয়ার কথা। উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। কিন্তু এর আগে কেবল বৃহৎ করদাতা প্রতিষ্ঠানের আওতাধীন ব্যবসায়ীদের জন্য এর যাত্রা শুরু হয়। এই কার্যক্রম দেখভালের দায়িত্বে রয়েছে এনবিআরের ভ্যাট অনলাইন প্রকল্প।
ভ্যাট অনলাইন প্রকল্পের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অনলাইনে নিবন্ধন করতে গিয়ে শুরুতে কেউ কেউ কিছুটা বিড়ম্বনার মধ্যে পড়লেও এখন পর্যন্ত বড় ধরনের কোনো সমস্যার কথা শোনা যায়নি।
এ বিষয়ে ভ্যাট অনলাইন প্রকল্পের উপ-পরিচালক জাকির হোসেন রাইজিংবিডিকে বলেন, ‘আমরা নিবন্ধন শুরু করছি ১৪ মার্চ রাত ১২টায়। আপতত এর প্রচার করছি না। আগামি ২৩ মার্চ অর্থমন্ত্রীর উদ্বোধনের মাধ্যমে এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হবে। এরই মধ্যে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ৩১৩ জন ব্যবসায়ী নিবন্ধন নম্বর গ্রহণ করেছেন।’
তিনি বলেন, ‘আগে ব্যবসায়ীদের ভ্যাট অফিসে গিয়ে ব্যবসা প্রতিষ্ঠানের নিবন্ধন নিতে হতো। এর ফলে অনেক ধরনের হয়রানির কথা শোনা যায়। কিন্তু অনলাইনে নিবন্ধন কার্যক্রম শুরু হওয়ার পর ব্যবসায়ীরা ঘরে বসেই এ কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। ভ্যাট নিবন্ধন বা তালিকাভুক্তির আবেদনের ক্ষেত্রে ব্যক্তি ও প্রতিষ্ঠানের বেশকিছু তথ্য দেয়ার নিয়ম করা হয়েছে।
এর মধ্যে রয়েছে ব্যবসা বা কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির করদাতা সনাক্তকরণ নম্বর (ই-টিআইএন), তালিকাভুক্তিযোগ্য ব্যক্তির নাম, তালিকাভুক্তির ঠিকানা, শাখা বা ইউনিটের ঠিকানা, ব্যাংক হিসাব সংক্রান্ত যাবতীয় তথ্য, বার্ষিক বিক্রির (টার্নওভার) পরিমাণ, নিবন্ধনের প্রকৃতি অর্থাৎ ভ্যাট নাকি টার্নওভার করের জন্য তালিকাভুক্ত হবে সেটি, নিবন্ধনযোগ্য ব্যক্তির ব্যবসায়ের প্রকৃতি, নিবন্ধন কার্যকারিতার তারিখ, আবেদনের ধরন। এছাড়া পরিচালক বা অংশীদারের তথ্য অর্থাৎ সংশ্লিষ্ট ব্যক্তির জাতীয় পরিচয়পত্রের নম্বর, পাসপোর্টের নম্বরসহ কমপক্ষে ১৬ ধরনের তথ্য দিতে হবে।
চলতি বছরের ১ জুলাই সরকার নতুন ভ্যাট আইন কার্যকর করতে যাচ্ছে। অনলাইনে দেয়া নতুন ভ্যাট নিবন্ধনের নম্বর অনুযায়ী ব্যবসায়ীদের ভ্যাট আদায় কার্যক্রম পরিচালিত হবে। নিবন্ধন না থাকলে আমদানি-রপ্তানিকারকদের মত অনেক ব্যবসা প্রতিষ্ঠান ব্যবসায়ীক কার্যক্রম চালাতে গিয়ে জটিলতার মুখে পড়তে পারে।
বর্তমানে প্রায় সাড়ে আট লাখ নিবন্ধিত ব্যবসায়ী (ব্যবসায় সনাক্তকরণ নম্বর বা বিন নম্বরধারী) রয়েছেন। তাদের মধ্যে মাত্র ১২ হাজার ব্যবসায়ী তথ্য দিলেও পূর্ণাঙ্গ তথ্য দিয়েছেন ২ হাজার।
এনবিআর সূত্রে জানা যায়, সাড়ে আট লাখ নিবন্ধিত ব্যবসায়ী হলেও তাদের মধ্যে নিয়মিত ভ্যাট রিটার্ন জমা দেয় ৩০ হাজার। এ ৩০ হাজারকে এনবিআরের সম্ভাব্য নিবন্ধনকারী হিসেবে বিবেচনা করা হচ্ছে। আর আদায়কৃত ভ্যাটের প্রায় ৮০ শতাংশই আসে বৃহৎ করদাতাদের কাছ থেকে। তারা এলটিইউভুক্ত ভ্যাটদাতা হিসেবে পরিচিত। ইতিমধ্যে তাদের বেশিরভাগই নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেছেন।