চলছে ক্রিকেটে অবসর; মিসবাহ এখন ইউনিস

খেলাধুলা ডেস্ক: চলতি মাসের শুরুতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মিসবাহ-উল-হক। লম্বা ক্যারিয়ার শেষে অবসরের ঘোষণা দিতে যাচ্ছেন আরেক বর্ষীয়ান পাকিস্তানি ক্রিকেটার ইউনিস খান।

পাকিস্তানের সিনিয়র ক্রীড়া সাংবাদিক সৈয়দ ইয়াইয়া হুসাইনি জিও নিউজকে জানিয়েছেন, টেস্টে ১০ হাজার রানের মাইলফলকে পৌঁছার পরই নাকি অবসরের ঘোষণা দেবেন ইউনিস। ১০ হাজার রানের মাইলফলক ছুঁতে আর মাত্র ২৩ রান পিছিয়ে রয়েছেন ডানহাতি এ ব্যাটসম্যান। তাই যে কোন মুহূর্তে সংবাদ সম্মেলনের মাধ্যমে অথবা বিজ্ঞপ্তিতে অবসরের ঘোষণা দিতে পারেন ইউনিস।

২০০০ সালে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে অভিষেকের পর এখন পর্যন্ত ১১৫ ম্যাচ খেলেছেন ইউনিস খান। ক্যারিয়ারে ৫৩.০৬ গড়ে ইউনিসের মোট রান ৯৯৭৭। টেস্টে ৩৪টি সেঞ্চুরি রয়েছে তার। টেস্টে পাকিস্তানি এ তারকার ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস ৩১৩ রান। টেস্ট ছাড়াও পাকিস্তানের হয়ে ২৬৫টি ওয়ানডে এবং ২৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৩৯ বছর বয়সি এ মিডলঅর্ডার ব্যাটসম্যান।