চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির এডিপি বরাদ্দ কমানো হচ্ছে

নিজস্ব প্রতিবেদক : চলতি অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বরাদ্দ কমানো হচ্ছে। মূল এডিপি ১ লাখ ৫৩ হাজার ৩৩১ কোটি টাকা থেকে ১ লাখ ৪৮ হাজার ৩৮১ কোটি টাকার সংশোধিত এডিপির এই প্রস্তাব চূড়ান্ত করেছে পরিকল্পনা কমিশন। মূল এডিপি থেকে ৪ হাজার ৯৫০ কোটি টাকা কাটছাঁট করা হচ্ছে।

সংশোধিত এডিপির প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য আগামীকাল (মঙ্গলবার) জাতীয় অর্থনৈতিক পরিষদ (এনইসি) সভায় উপস্থাপন করা হবে। সভায় সভাপতিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এডিপি থেকে যে টাকা কাটছাঁট করা হবে তার পুরোটাই প্রকল্প সহায়তা খাতের বলে জানিয়েছেন পরিকল্পনা কমিশন সূত্র।

এনইসি সভায় উপস্থাপনের জন্য তৈরি কার্যপত্রে দেখা গেছে, সংশোধিত এডিপির প্রস্তাবে স্থানীয় সম্পদের জোগান ধরা হয়েছে মূল এডিপির মতোই ৯৬ হাজার ৩৩১ কোটি টাকা। আর বৈদেশিক মুদ্রার জোগান ধরা হয়েছে ৫২ হাজার ৫০ কোটি টাকা। মূল এডিপিতে বৈদেশিক মুদ্রার জোগান ধরা হয়েছিল ৫৭ হাজার কেটি টাকা। অর্থাৎ এ খাত থেকে ৪ হাজার ৯৫০ কোটি টাকা কমতে যাচ্ছে।

নির্বাচনী বছরে সংশোধিত এডিপির প্রস্তাবে মোট বরাদ্দের ২৫ শতাংশেরও বেশি সাড়ে ৩৭ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে সড়ক পরিবহন খাতে। এই বরাদ্দ মূল এডিপির চেয়ে ৪ হাজার কোটি টাকা কম। এর পরই রয়েছে বিদ্যুৎ খাত। এ খাতে দ্বিতীয় সর্বোচ্চ ২২ হাজার ৩৪০ কোটি টাকার বরাদ্দের প্রস্তাব করা হয়েছে, যা প্রস্তাবিত এডিপির আকারের ১৫ দশমিক শূন্য ৬ শতাংশ।

তৃতীয় সর্বোচ্চ ১৬ হাজার ৭২২ টাকা বা ১১ দশমিক ২৭ শতাংশ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠান খাতে।

প্রস্তাবে বলা হয়েছে, গ্রামীণ অর্থনীতিতে গতিশীলতা ও অধিক কর্মসংস্থান সৃষ্টি করতে এ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। ভৌত পরিকল্পনা, পানি সরবরাহ, ও গৃহায়ন খাতের জন্য চতুর্থ সর্বোচ্চ ১৫ হাজার ১৪৬ কোটি টাকা বা ১০ দশমিক ২৬ শতাংশ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। পঞ্চম সর্বোচ্চ ১৪ হাজার ১৮৬ কোটি টাকা বা ৯ দশমিক ৫৬ শতাংশ বরাদ্দ প্রস্তাব করা হয়েছে শিক্ষা খাতের জন্য। এরপর যথাক্রমে বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের জন্য প্রায় ১২ হাজার ৫৯৩ কোটি টাকা বা ৮ দশমিক ৪৯ শতাংশ; স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা ও পরিবার কল্যাণ খাতের জন্য ৯ হাজার ৬০৭ কোটি টাকা বা ৬ দশমিক ৪৭ শতাংশ এবং কৃষি খাতের জন্য ৫ হাজার ২৮৩ কোটি টাকা বা ৩ দশমিক ৫৬ শতাংশ বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

সংশোধিত এডিপিতে মোট প্রকল্প প্রস্তাব করা হয়েছে ১ হাজার ৫১১টি। এর মধ্যে ১ হাজার ৩৬৫টি বিনিয়োগ, ১৪৩টি কারিগরি এবং জাপানি ঋণ মওকুফ তহবিলের জন্য তিনটি প্রকল্প প্রস্তাব করা হয়েছে। সংশোধিত এডিপিতে নতুন অনুমোদিত প্রকল্প হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে ৩১১টি প্রকল্প। এর মধ্যে ২৮৩টি বিনিয়োগ প্রকল্প এবং ২৮টি কারিগরি সহায়তা প্রকল্প।

চলতি ২০১৭-১৮ অর্থবছরের এডিপি থেকে বাদ পড়া ১৩ প্রকল্প থেকে ৬টি পুনরায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে।