
আতকি হাসান : চলনবিল এলাকা জুড়ে সরিষার ক্ষেত হলুদ ফুলে একাকার হয়ে গেছে। কৃষকরা আশা করছেন এবার বাম্পার ফলনের। এ কারণে কৃষকরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। কৃষকের পাশাপাশি বসে নেই কৃষি কর্মকর্তারাও।
সরেজমিনে জানা যায়, এ বছর চলনবিলের তাড়াশ, উল্লাপাড়া, রায়গঞ্জ,শাহজাদপুর, ভাঙ্গুড়া ও সিংড়া উপজেলার মাঠে মাঠে সরিষার হলুদ ফুলে ছেয়ে গেছে।
অন্য বছরের তুলনায় এ বছর সরিষা আবাদে চারা বের হবার পর থেকে কিছু কিছু জমিতে পোকার আক্রমণ করছে। তাছাড়া চলনবিলের পানি প্রবাহের মুখে প্রভাশালীদের সুতি জাল ধরায় এ বছর পানি নামতে দেরি হওয়ায় কৃষকেরা সরিষার বীজ বোপন করতে অনেকটা পিছিয়ে পড়েছে। তাই গত বছরের তুলনায় এ বছর সরিষার আবাদ অনেক কম হয়েছে।
পোকার আক্রমণ থেকে সরিষা রক্ষা করতে উপজেলা কৃষি অফিস থেকে আগেই বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল বলে কৃষকরা জানান। তারপরেও কিছু সরিষার জমিতে পোকার আক্রমণে কৃষক অনেকটা দিশেহারা হয়ে পড়েছে। এ বছর তাড়াশ উপজেলায় প্রায় সাড়ে ৫ হাজার হেক্টর জমিতে সরিষার লক্ষমাত্রা ধরা হয়েছে। এখন অবধী ৩ হাজার ৬ শত হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। তাছাড়া চলনবিলা লে প্রায় ৪০ হাজার হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে।
চলনবিলা লে এ বছর বন্যার পানি নামতে দেরি হওয়ার কারণে আগাম সরিষার চাষ করা সম্ভব হয়ে ওঠেনি। চলনবিলের কৃষকরা শুধু ইরি-বোরো এক ফসলী আবাদ করে হাজার হাজার হেক্টর জমি পতিত রাখত। কালের বিবর্তনের সাথে সাথে এ অ লের কৃষকদেরও বুদ্ধির বিকাশ ঘটেছে। তারা বিগত দেড় যুগ ধরে ইরি-বোরো, আমন, ভূট্টা, তরমুজ ও সরিষার আবাদে ঝুঁকেছে। গত কয়েক বছর ধরে বন্যার পানি কম ও দ্রুত পানি মাঠ থেকে নেমে যাওয়ার ফলে সরিষার আবাদ করা সম্ভব হচ্ছে বলে ওই কৃষক জানান। তবে এ বছরই একটু ব্যাতিক্রম ঘটেছে সরিষার বীজ বোপন করতে।
চলনবিলের তাড়াশ উপজেলার লালুয়ামাঝড়িা গ্রামের কৃষক তালপে হোসেন বলেন, ৬ বিঘা জমিতে সরিষার আবাদ করেছি কিন্তুু চলনবিলের পানি প্রবাহের মুখে প্রভাবশালীরা অবৈধ সূতি জাল ধরায় বিলের পানি সঠিক সময়ে না নামায় অনেক দেরিতে সরিষা বীজ রোপন করেছি। তাই গতবারের চেয়ে এ বছর হয়তো খুব ভালন ফলন হবে। কিন্তু বর্তমানে পোকার আক্রমণ দেখা দিয়েছে। অনেক কৃষকের জমিতে সরিষার চারার গোড়া কেটে দিচ্ছে পোকাগুলো। এতে অনেক কৃষকই দিশেহারা হয়ে পড়েছে। যদি পোকা আক্রমণ থেকে সরিষা রক্ষা করা না যায়। অনেকেই ক্ষতিগ্রস্থ হবেন আর্থিকভাবে।
তাড়াশ উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, এ বছর কৃষককে সরিষা চাষে ব্যাপক সচেতন করা হয়েছে। সরিষা চাষের পদ্ধতি ও পোকার আক্রমন হলে কি করনীয় সে বিষয়ে কৃষকদের সচেতন করেছেন। তাছাড়া কর্মকর্তারা সব সময় মাঠে থেকে কৃষককে সব ধরনের সহযোগিতা করে আসছেন। আবহাওয়া অনুকূলে থাকলে সরিষার বাম্পার ফলন হতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তাছাড়া এ বছর উপজেলার কুন্দইল গ্রামে অবৈধভাবে সুতি জাল ধরায় পানি নামতে দেরি হয়েছে। এ জন্য সরিষার আবাদ অনেক কম হয়েছে।