
আলহাজ আলী রনি বিশেষ প্রতিনিধি ঃ চলনবিলে ইটভাটায় কমছে কৃষি জমি দূষিত হচ্ছে পরিবেশ। তার ওপর নিয়মনীতি না মেনে তিন ফসলী জমিতে যত্রতত্র হচ্ছে ইটভাটা। ফলে কৃষক হাড়াচ্ছে জমি, বিষাক্ত হচ্ছে পরিবেশ। এভাবে চলতে থাকলে খাদ্য ঘাটতির আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। জানা যায় চলনবিলের ৫টি উপজেলায় তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া, চাটমহর, ভাঙ্গুরায় প্রায় ২ শতাধিক ইটভাটা রয়েছে।
যার বেশির ভাগ ইটভাটার পরিবেশ ছাড়পত্র নেই। অনুমোদন ছাড়াও চলছে বহু ভাটা। এছাড়া নিয়মের তোয়াক্কা না করে ইটভাটা নির্মান করা হচ্ছে। ফসলি জমি ছাড়াও ভাটার পাশে রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি। অদৃশ্য কারণে কোনো ব্যবস্থা নিচ্ছে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কৃষকেরা জানান ভাটার কারণে কৃষি জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। তার উপর তিন ফসলী জমিতে নতুন করে ইটভাটা করলে আমরা নিঃশেষ হয়ে যাব। এবিষয়ে তাড়াশ উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ আহসান হাবিব জিতু বলেন- চলনবিল কৃষিপ্রধান এলাকা এবং কৃষকেরা কৃষির উপর নির্ভরশীল পরিবেশ সম্মত ইটভাটা না হলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব।