মোঃ আনোয়ার হোসেন সাগর, চলনবিল প্রতিনিধিঃ উত্তরের হিমেল হাওয়া ও ঘন কুয়াশার চাদরে ঢেকে গেছে চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জ, পাবনা ও নাটোরের তাড়াশ, রায়গঞ্জ, ও উল্লাপাড়া, সলঙ্গা, নলডাঙ্গা, সিংড়া, গুরুদাসপুর বড়াইগ্রাম, ভাঙ্গুড়া ও চাটমোহর উপজেলার সব এলাকা। এ অঞ্চলে পৌষের শীত আর হিমেল বাতাসে বিপর্যস্ত শিশু ও বৃদ্ধ মানুষ।
চলনবিলে শৈত্য প্রবাহের কারণে গুড়িগুড়ি বৃষ্টির মতো কুয়াশার সঙ্গে হিমেল বাতাসে ঠান্ডা বেড়েই চলছে।
ভোরের গাঢ় কুয়াশায় সূর্যের দেখা মিলছে না। গত তিন দিন সূর্যের দেখা মেলেনি চলনবিল অঞ্চলে। তবে শুক্র ও বৃহস্পতিবার চলনবিলের আকাশে কিছুক্ষণ আবছা রোদ উঁকি দিয়েছে, কিন্তু শীতের তীব্রতা ও শৈত্য প্রবাহ কমেনি।
ঘন কুয়াশায় দুপুরেও গাড়ি চালাতে হচ্ছে হেডলাইট জ্বালিয়ে। খেটে খাওয়া বিপর্যস্ত মানুষেরা কোনো মতে খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টায় করছেন।
মাঘের শুরুতে হাড় কাঁপানো শীত জেঁকে বসেছে। এই কনকনে শীতে বেড়েছে ফুটপাতের দোকান গুলোতে গরম কাপড় বিক্রি ধুম। গরিব অসহায় মানুষগুলো ফুটপাত থেকে কম দামে শীতের গরম কাপড় কিনে শীত নিবারণ করছেন।
এদিকে ভ্রাম্যমাণ গরম কাপড়ের দোকান দেখা যাচ্ছে, পাড়া মহল্লায় শীতবস্ত্র বিক্রি করতে। চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জ, পাবনা ও নাটোরের তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া, সলঙ্গা, নলডাঙ্গা, সিংড়া, গুরুদাসপুর বড়াইগ্রাম, ভাঙ্গুড়া ও চাটমোহর উপজেলার শীতের প্রকোপ বাড়ার কারণে ফাঁকা হয়ে যাচ্ছে রাস্তা-ঘাট। কুয়াশায় ভিজে যাচ্ছে মাঠ-ঘাট। ঘন কুয়াশায় দিনের বেলাতেই আঁধার নেমে আসে।
এ অবস্থা অব্যাহত থাকায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রার্দুভাব। গত তিনদিন চলনবিল অধ্যুষিত সিরাজগঞ্জ, পাবনা ও নাটোরের তাড়াশ, রায়গঞ্জ, উল্লাপাড়া, সলঙ্গা, নলডাঙ্গা, সিংড়া, গুরুদাসপুর বড়াইগ্রাম, ভাঙ্গুড়া ও চাটমোহর উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৫০ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।