চলে গেলেন বলিউডের কিংবদন্তি পরিচালক বাসু চ্যাটার্জি

বিনোদন ডেস্কঃ না ফেরার দেশে চলে গেলেন বলিউডের প্রবীণ পরিচালক বাসু চ্যাটার্জি (৯৩)। বৃহস্পতিবার (০৪ জুন) মুম্বাইয়ে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।

তার মৃত্যুর খবরটি নিশ্চিত করে টুইট করেছেন ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টিভি ডিরেক্টরস অ্যাসোসিয়েশনের সভাপতি আসোক পণ্ডিত। তিনি লেখেন, ‘দুঃখের সঙ্গে জানাচ্ছি কিংবদন্তি পরিচালক বাসু চ্যাটার্জি জি আমাদের ছেড়ে চলে গেছেন। দুপুর ২টায় শান্তাক্রুজ শ্মশানে তার শেষকৃত্য অনুষ্ঠিত হবে। এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক বড় ক্ষতি। আমরা আপনাকে মনে রাখবো স্যার।

‘ছোটি সি বাত’, ‘রজনীগন্ধা’, ‘এক রুকা হুয়া ফাইসলা’ ও ‘চ্যামেলি কি শাদি’র মতো সিনেমা নির্মাণ করে নন্দিত হয়েছেন বাসু চ্যাটার্জি। ফেরদৌস-মৌসুমী অভিনেতা বাংলাদেশি সিনেমা ‘এক কাপ চা’র চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন তিনি।