করোনাভাইরাসের (কোভিড-১৯) দ্বিতীয় ঢেউ মোকাবিলায় এবং মাস্ক পরা শতভাগ নিশ্চিত করার লক্ষ্যে চাঁদপুর জেলা প্রশাসনের সাঁড়াশি অভিযান অব্যাহত রেখেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিনভর জেলা শহর ও বিভিন্ন উপজেলায় জনসাধারণকে সচেতন করা, স্টিকার সাঁটানো এবং ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এসময় সড়কে বেরিয়ে পড়া এবং যানবাহনে মাস্ক ছাড়া যাতায়াতের দায়ে ২০১ জনকে আর্থিক জরিমানা করা হয়।
চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ জামান জানান, ভয়াবহ মহামারি করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানের নির্দেশে চাঁদপুর শহরে পৃথক চারটি এবং সাত উপজেলায় আরও সাতটি ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় ২০১ জনকে আর্থিক জরিমানা করে তাদের কাছ থেকে ২৯ হাজার ৫৬০ টাকা আদায় করা হয়। একই সঙ্গে ‘নো মাস্ক নো প্যাসেঞ্জার’ শীর্ষক স্টিকার বিভিন্ন যানবাহনে সাঁটানো হয়।


