চাঁদাবাজির বিরুদ্ধে সোচ্চার সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

এস.এম.নাহিদ : গাজীপুর মহানগরের অন্যতম ব্যস্ত এলাকা চান্দনা চৌরাস্তায় ফুটপাত চাঁদাবাজি নিয়ে সরব হওয়া সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (৭ই আগস্ট) রাত পৌনে ৮টার দিকে মসজিদ মার্কেটের সামনে এ রক্তক্ষয়ী ঘটনা ঘটে।নিহত তুহিন ‘দৈনিক প্রতিদিনের কাগজ’ পত্রিকার গাজীপুর প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। ঘটনার সময় তিনি স্থানীয় একটি চায়ের দোকানে বসে ছিলেন।

স্থানীয়রা জানান, ওই দিন বিকেলে ফুটপাত ও দোকানপাট থেকে নিয়মিত চাঁদাবাজির অভিযোগ তুলে সরাসরি ফেসবুক লাইভ করেন তুহিন। এরপর রাত ৮টার দিকে নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে লেখেন—‘যেমন খুশি তেমন রাস্তা পার হওয়ার দৃশ্য। গাজীপুর চৌরাস্তা’।কিছুক্ষণ পরই রাত সোয়া ৮টার দিকে, কয়েকজন মুখোশধারী দুর্বৃত্ত তুহিনকে ঘিরে ধরে। এরপর প্রকাশ্যেই তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে, গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। চোখের সামনে ঘটে যাওয়া এই নির্মম হত্যাকাণ্ডে হতবাক সাধারণ পথচারীরা সাহস করে এগিয়ে আসতেও পারেননি। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।বাসন থানার ওসি শাহীন খান জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে হত্যাকাণ্ডের কারণ জানা যায়নি, তবে তদন্ত চলছে।

সাংবাদিক তুহিনের মৃত্যু শুধু একজন পেশাদার সংবাদকর্মীর প্রাণহানিই নয়—এটি একটি ভয়াবহ বার্তা যে, চাঁদাবাজির বিরুদ্ধে মুখ খুললে কী পরিণতি হতে পারে! সাংবাদিক সমাজ এই হত্যাকাণ্ডের দ্রুত বিচার ও প্রকৃত অপরাধীদের শনাক্ত করে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে।