ঢাকা-১৮ আসনের বিভিন্ন ব্যবসায়ী সংগঠন, শপিং কমপ্লেক্স ও বাজার মালিকদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন
মোতালেব হোসেন রতন, চেয়ারম্যান—রশিদগ্রুপ
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
এম কফিল উদ্দিন আহমেদ
বিশিষ্ট শিল্পপতি,রশিদ গ্রুপ’র ব্যবস্হাপনা পরিচালক,ঢাকা মহানগর উওর বিএনপির যুগ্ম আহ্বায়ক জনাব এম কফিলউদ্দিন আহমেদ।
সভায় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ব্যবসায়ীদের সমস্যা, ফুটপাত দখল, হকার্স ব্যবস্থাপনা, চাঁদাবাজি ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন।
সভায় বক্তব্য রাখেন—
বৃহত্তর ফায়দাবাদ মালিক সমিতির কোষাধ্যক্ষ (৪৭ নং ওয়ার্ড)
শহীদুল ইসলাম, মালিক—আবাবিল ইন্টারন্যাশনাল
আবদুল মান্নান, সভাপতি—আর কে টাওয়ার
সাইদগ্রান্ড ব্যবসায়ী সমিতির সভাপতি
জুনায়েদ তারেক, সভাপতি—জমজম টাওয়ার
বাবুল ভাই, সাধারণ সম্পাদক—HM Plaza
শহীদুল ইসলাম বাবু, ব্যবসায়ী—উত্তরাজোন
লিটু ভাই, সভাপতি—বেলী কমপ্লেক্স
এছাড়া রশিদ গ্রুপসহ ব্যবসায়ীদের বিভিন্ন প্রতিনিধিরাও মতামত দেন।
সভায় আরও উপস্থিত ছিলেন—
মুস্তাফিজুর রহমান সেগুন, যুগ্ম আহ্বায়ক—ঢাকা মহানগর উত্তর বিএনপি
মুস্তাফা জামান, সদস্য সচিব—ঢাকা মহানগর উত্তর বিএনপি
অতিথিবৃন্দ রশিদ গ্রুপের সাফল্য ও সামাজিক ভূমিকার প্রশংসা করেন এবং ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে সংগঠনটির অব্যাহত ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন।
চাঁদাবাজি ও হকারমুক্ত ঢাকা-১৮ গড়ার ঘোষণা এম কফিল উদ্দিন আহমেদের
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিলেন এম কফিল উদ্দিন আহমেদ,
ব্যবসায়ীদের সঙ্গে কুশলাদি বিনিময় শেষে তিনি ঢাকা-১৮ আসনের জন্য তাঁর পরিকল্পনা তুলে ধরেন।
তিনি বলেন—
“ঢাকা-১৮ হবে চাঁদাবাজি ও হকারমুক্ত একটি আধুনিক ব্যবসাবান্ধব এলাকা।”
তিনি ঘোষণা দেন—
ফুটপাত দখল বন্ধ করা হবে।
হকারদের জন্য আলাদা নির্ধারিত স্থানের ব্যবস্থা করা হবে।
ব্যবসায়ীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় স্বচ্ছ ও কঠোর পদক্ষেপ নেওয়া হবে।
এম কফিল উদ্দিন বলেন,
“চাঁদাবাজির দেশ এটা না। ঢাকা উত্তরে কোনো চাঁদাবাজি চলবে না।”
তিনি আরও মন্তব্য করেন—
“৫ আগস্ট ২০২৪ এর আগের সময়টা ছিল আইয়ামে জাহিলিয়াতের মতো।
রাজনৈতিক পরিচয় দেখিয়ে ফুটপাত দখল বা চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”


