
নিজস্ব প্রতিবেদক : বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে ৬ শতাংশের স্থলে ১০ শতাংশ চাঁদা কর্তনের সরকারি গেজেট অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে এই দাবি তুলে ধর্মঘট পালন করে বাংলাদেশ শিক্ষক সমিতি ও জাতীয় শিক্ষক পরিষদের সমন্বয়ে গঠিত মাধ্যমিক স্কুল শিক্ষা লিয়াজোঁ কমিটি। এতে সভাপতিত্ব করেন লিয়াজোঁ কমিটির আহ্বায়ক ড. মো. ইদ্রিস আলী।
কেন্দ্রীয় ও বিভিন্ন জেলা থেকে আসা শিক্ষক নেতারা বলেন, যখন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা মাধ্যমিক স্কুলশিক্ষা জাতীয়করণের যৌক্তিকতা তুলে ধরে আন্দোলন করছেন, ঠিক সেই সময় শিক্ষক-কর্মচারীদের সকল দাবি উপেক্ষা করে অবসর সুবিধা বোর্ড ও কল্যাণ ট্রাস্টে অতিরিক্ত চাঁদা কর্তনের গেজেট জারি করে শিক্ষক-কর্মচারীদের বেতন ভাতা-ভাতা কমিয়ে ফেলার ব্যবস্থা করা হয়েছে।
তারা বলেন, বর্তমান শিক্ষকবান্ধব সরকারের কাছে শিক্ষক-কর্মচারীদের প্রত্যাশা ছিল ৫ শতাংশ প্রবৃদ্ধি, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, বৈশাখী ভাতা প্রদান করে মাধ্যমিক স্কুলশিক্ষা জাতীয়করণ করবে। সেখানে বেতন কমিয়ে ফেলার গেজেট সারা দেশের শিক্ষক-কর্মচারীদের চরম হতাশায় নিমজ্জিত করেছে।
শিক্ষক নেতারা জারিকৃত গেজেট অনতিবিলম্বে প্রত্যাহার করা এবং মাধ্যমিক স্কুলশিক্ষা জাতীয়করণের জোর দাবি জানান।
ধর্মঘটে বক্তব্য রাখেন লিয়াজোঁ কমিটির প্রধান উপদেষ্টা এস এম আ. জলিল, সদস্য সচিব প্রদীপ কুমার সাহা, যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ শিক্ষক সমিতির মহাসচিব জমিস উদ্দিন আহমেদ, যুগ্ম আহ্বায়ক মো.নূরুল ইসলাম।