চাঁপাইনবাবগঞ্জের অভিযানে আগ্নেয়াস্ত্র ও মাইক্রোবাসসহ ৪ জন আটক

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত্রী ৯টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন ২নং শাহাবাজপুর ইউনিয়নের সালামপুর গ্রামস্থ জনৈক মোঃ জাহাঙ্গীর হোসেন, পিতামৃত পানু এর বাড়ীর সামনে কাঁচা রাস্তার উপর হতে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহফিতাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে অভিযান পরিচালনা করে ১টি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন, রাউন্ড গুলি,১টি মাইক্রোবাস নগদ ৪৯০০০/=টাকাসহ শীর্ষ অস্ত্র ব্যবসায়ী মূলহোতাসহ ০৪ জন অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে সিপিসি, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র‌্যাব,রাজশাহীর একটি অপারেশন দল। আটককৃতরা হলো রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাদারপুর ডিম ভাঙ্গা গ্রামের মোঃ রেজাউল ইসলামের ছেলে মুলহোতা মোঃ ইসাহাক আলী (৩০),মজিবুর রহমানের ছেলে মোঃ জনি ইসলাম(২২), মোঃ শামছুল হকের ছেলে মোঃ ফারুক হোসেন (৩৭) এবং জেলার শিবগঞ্জ থানার পিরোজপুর (পশ্চিমপাড়া) গ্রামের  মোঃ মিন্টু মিয়ার ছেলে মোঃ জাকির হোসেন(৩৫) 


শনিবার গভীর রাত্রে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব এইসব তথ্য জানায় এবং  প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা জব্দকৃত অবৈধ আগ্নেয়াস্ত্র ক্রয়ের উদ্দেশ্যে রাজশাহীর গোদাগাড়ী হতে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ সীমান্তবর্তী এলাকায় এসে তাদের নিজ হেফাজতে রেখেছে বলে সাক্ষীদের সম্মুখে স্বীকার করে। গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে অস্ত্র ক্রয় করার সময়  র‌্যাবের অপারেশন টিম দ্বারা ধৃত হয়। ঘটনায় জেলার  শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।