
আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার চৌডালা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বেলাল বাজারে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে¡¡ মঙ্গলবার বিকেলে অভিযান পরিচালনা করে ২টি বিদেশী পিস্তুল, ৪টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলিসহ মোঃ আব্দুর রাজ্জাক@ রাজু (২৬) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, র্যাব-৫,রাজশাহীর একটি অপারেশন দল। আটক মোঃ আব্দুর রাজ্জাক, জেলার ভোলাহাট থানার হড়গ্রাম সুরানপুর গ্রামের মোঃ ইউসুফ আলীর ছেলে।
মঙ্গলবার গভীর রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার চৌডালা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বেলাল বাজারে কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে¡¡¡¡¡ অভিযান পরিচালনা করা হয়। এসময় আসামীর কাছ থেকে ২টি বিদেশী পিস্তুল, ৪ টি ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি, ২টি মোবাইলসেট, ২টি সীমকার্ডসহ মোঃ আব্দুর রাজ্জাক @ রাজু নামে এক অস্ত্র ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় জেলার গোমস্তাপুর থানায় মামলা রুজু করা হয়েছে।