
আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের দুটি আসনের উপ নির্বাচনে আওয়ামী লীগের দুই প্রার্থী জয় লাভ করেছেন। বুধবার রাতে স্ব স্ব রিটার্নিং কর্মকর্তা ফলাফল ঘোষণা করেন। চাঁপাইনবাবগঞ্জ ২ (নাচোল ভোলাহাট গোমস্তাপুর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী জিয়াউর রহমান ৯৪ হাজার ৯২৮ ভোট পেয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্রপ্রার্থী মোহাম্মদ আলী সরকার (আপেল) ২৫ হাজার ৩৯৯ ভোট পেয়েছেন। নৌকার প্রার্থী জিয়াউর রহমান ৬৯ হাজার ৫২৯ ভোট বেশি পেয়ে বিজয়ী হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ–৩ আসনের উপ–নির্বাচনে ৩৬৫৮ ভোট বেশি পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন নৌকার প্রার্থী আব্দুল ওদুদ। আব্দুল ওদুদ পেয়েছেন ৫৯৬৩৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দী প্রর্থী আপেল প্রতীকের সামিউল হক লিটন পেয়েছেন ৫৫৯৮০ ভোট।
বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ–৩ (সদর) আসনের রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন আবদুল ওদুদ কে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন। বুধবার সকাল সাড়ে ৮টা থেকে ইলেকট্রনিক্স ভোটিং মেশিনে (ইভিএমএ) ভোটগ্রহণ চলে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।