চাঁপাইনবাবগঞ্জের বিভিষণ সীমান্তে আবারো পুশইন করেছে বিএসএফ, বিজিবির প্রতিবাদ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের বিভিষণ সীমান্ত দিয়ে আবারো পাঁচ বাংলাদেশী নাগরিককে পুশইন করেছে ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স-বিএসএফ। শনিবার (২৭ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে গোমস্তাপুর উপজেলার বিভিষণ সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশের অভ্যন্তরে পুশইন করে বিএসএফ। পরে ১৬ বর্ডার গার্ড বাংলাদেশ নওগাঁ ব্যাটালিয়ন তাদের আটক করে গোমস্তাপুর থানায় সোপর্দ করে। এদের মধ্যে ২ জন নারী, ৩ জন পুরুষ রয়েছে। আটককৃতদের মধ্যে নড়াইল জেলার একই পরিবারের ৪ জন রয়েছে। অন্যজনের বাড়ি বাগেরহাট জেলায়।

এ বিষয়ে ১৬ বিজিবি নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, শনিবার গভীর রাতের আধাঁরে ভারতের ৮৮ বিএসএফের ইটাঘাটা বিওপির সদস্যরা একই পরিবারের ৪ জন সহ মোট ৫ জন বাংলাদেশীকে বিভিষণ সীমান্ত দিয়ে ঠেলে পাঠালে রোববার সকাল সাড়ে ৮ টার দিকে তাদের আটক করা হয়। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে বিএসএফকে চিঠি দেয়া হয়েছে।

এ ব্যাপারে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারিক জানান, বিজিবি কর্তৃক আটককৃত ৫ জনকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের প্রত্যেকের পরিচয় যথাযথভাবে সনাক্তের পর প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।

প্রসঙ্গত, বিভিষণ সীমান্ত দিয়ে একই প্রক্রিয়ায় গত ১৪ ডিসেম্বর বিএসএফ অবৈধভাবে ১৫ জন বাংলাদেশীকে পুশইন করলে বিজিবি তাদের আটক।