চাঁপাইনবাবগঞ্জের সীমান্তে অস্ত্র ও বিস্ফোরক সহ পিতা আটক, পুত্র পলাতক

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুরটেক সীমান্তে অভিযান পরিচালনা করে বিদেশী অস্ত্র বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়নের সদস্যরা। শুক্রবার
বিকালে এসব উদ্ধার করে বিজিবি। সময় এক ব্যক্তিকে আটক করতে সক্ষম হলেও অপরজন পালিয়ে যায়।

আটক ব্যক্তি জেলার সদর উপজেলার সূর্যনারায়নপুর এলাকার সালাম মেম্বারপাড়ার গ্রামের মৃত সাবদুল হকের ছেলে মনিরুল ইসলাম (৫০) এবং পলাতক আসামী আটককৃত ব্যক্তির ছেলে খায়রুল ইসলাম (২২)

বিষয়ে শনিবার সকালে ৫৩ ব্যাটালিয়ন সদরে অনুষ্ঠিত এক প্রেস ব্রিফিং ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল নাহিদ হোসেন জানান, ভারত থেকে বাংলাদেশে আগ্নেয়াস্ত্র বিস্ফোরকদ্রব্য আসার বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার বিকালে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি অধিনায়কের নেতৃত্বে

জহুরপুরটেক বিওপির একটি বিশেষ চৌকস টহল দল জেলার সদর উপজেলার সূর্যনারায়ণপুর ইউনিয়নের তেকোনা নামক নদীর চর এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে মনিরুলকে   লক্ষ ৪৫ হাজার শত টাকা মূল্যের ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগজিন, রাউন্ড গুলি কেজি সাড়ে শত গ্রাম গান পাউডারসহ আটক করতে সক্ষম হলেও ছেলে খায়রুল নদীতে ঝাঁপ দিয়ে পালিয়ে যায়।

উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদসহ আটককৃত ব্যক্তিকে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান অধিনায়ক।