চাঁপাইনবাবগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ এক অস্ত্রব্যবসায়ী আটক

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কানসাট গোপালনগর মোড় বাসস্ট্যান্ড সংলগ্ন বন্ধ আমের আরতের সামনে পাঁকা রাস্তার উপর কোম্পানী অধিনায়ক লেঃ কমান্ডার রুহফিতাহমিন তৌকির এবং কোম্পানী উপ অধিনায়ক সহকারী পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে রবিবার রাতে অভিযান পরিচালনা করে ২টি বিদেশী পিস্তুল, ৩টি ম্যাগজিন, রাউন্ড গুলিসহ মোঃ আব্দুস ছালাম (২৭) নামে এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে সিপিসি, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্প, ্যাব,রাজশাহীর একটি অপারেশন দল। আটক মোঃ আব্দুস ছালাম, নীলফামারী জেলার সৈয়দপুর থানার রসুলপুর বিহারীপাড়া গ্রামের মৃত সলেমানের  ছেলে। 

সোমবার সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে ্যাব এইসব তথ্য জানায় এবং ঘটনায় জেলার শিবগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে।