
আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ২টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলিসহ তাজেমুল ইসলাম(২৮) নামে এক যুবককে আটক করেছে র্যাব। শুক্রবার রাতে জেলার শিবগঞ্জ উপজেলার
লাহারপুর খড়কপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। তাজেমুল হক শিবগঞ্জ উপজেলার রানীবাড়ি এলাকার কামরুজ্জামানের ছেলে।
র্যাব–৫ এর প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে শিবগঞ্জ উপজেলার লাহারপুর খড়কপুর এলাকায় একটি অভিযান চালায়। এসময় ২টি ওয়ান শুটারগান ও ১ রাউন্ড গুলিসহ অবৈধ অস্ত্র ব্যবসায়ী তাজেমুল ইসলামকে আটক করা হয়।
এই অবৈধ অস্ত্র সীমান্ত এলাকা থেকে সংগ্রহ করে বিক্রির জন্য বহন করছিলো বলে সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মামলা দায়ের প্রক্রিয়াথধীন রয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।