আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে চ্যাঞ্চল্যকর কিশোর ভ্যান চালক পারভেজ আলী (১৪) হত্যা মামলায় সন্ধেয়ভাজন ২ জনকে আটক করেছে র্যাব। বুধবার রাতে গোমস্তাপুর উপজেলার বেলাল বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলো, উপজেলার শুক্রবাড়ি এলাকার আজাহার আলীর ছেলে বদিউজ্জামান(৩২) ও উদয়নগর এলাকার তরিকুল ইসলামের ছেলে আলী হাসান সনি(১৯)। আজ বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, গত ৩১ মার্চ সন্ধ্যার পর ব্যাটারি চালিত ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হবার পর থেকে নিখোঁজ হয় উপজেলার চৌডালা ইউনিয়নের শুক্রবাড়ি গ্রামের দুলাল আলীর ছেলে পারভেজ আলী(১৪)। এর এক দিন পর মঙ্গলবার সকালে চৌডালা ইউনিয়নের বাগমারা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় অজ্ঞাত জনকে আসামী করে নিহত পারভেজের পিতা দুলাল আলী বাদি হয়ে গোমস্তাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।


