চাঁপাইনবাবগঞ্জে চেয়ারম্যানের পিটুনিতে মাদরাসা শিক্ষক হাসপাতালে

আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে এক মাদরাসার ব্যবস্থাপনা কমিটির সভায় ওহিদুজ্জামান নিপু(৩৮) নামে এক শিক্ষককে বেধড়ক পেটানোর অভিযোগ উঠেছে মাদরাসা ব্যবস্থাপনা কমিটির সভাপতি বোয়ালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামিউল আলম শ্যামল তার লোকজনের বিরুদ্ধে।

শনিবার সন্ধ্যায় উপজেলার কাশিয়াবাড়ি আলিম মাদরাসায় ঘটনা ঘটে। গুরুতর আহত শিক্ষককে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি কাশিয়াবাড়ি আলিম মাদরাসার সহকারী শিক্ষক কাশিয়াবাড়ি গ্রামের মৃত মাহবুল আলমের ছেলে।

আহত শিক্ষকের স্ত্রী একই মাদরাসার শিক্ষিকা সাবিহা খাতুন অভিযোগ করে বলেন, নিয়োগ সংক্রান্ত বিষয় আগামী মার্চ মাদরাসার উন্নতিকল্পে তাফসির মাহফিল নিয়ে শনিবার বিকেলে মাদরাসার ব্যবস্থাপনা কমিটির বৈঠকে বসে। এসব বিষয় নিয়ে কমিটির শিক্ষক প্রতিনিধি ওহিদুজ্জামানের সাথে কমিটির সভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান শামিউল আলম শ্যামলের কথা কাটাকাটির এক পর্যায়ে সভাপতি তার লোকজন তার স্বামীকে ব্যাপক মারধর করেন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু গুরতর আহত ওহিদুজ্জামানকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন রয়েছে। এদিকে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান কাশিয়াবাড়ি আলিম মাদরাসার সভাপতি শামিউল আলম শ্যামল মারধরের বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, তাফসির মাহফিলে প্রধান অতিথির প্রস্তাব দেওয়াকে কেন্দ্র করে উত্তেজিত হয়ে পড়েন ওই শিক্ষক। এমনকি  মারমুখী আচরণ করেন। ঘটনার উপস্থিত জনতা তাকে মারধর করেছে।

গোমস্তাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, বিষয়টি তিনি শুনেছেন। তবে বিষয়ে কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে