চাঁপাইনবাবগঞ্জে ‘জঙ্গি আস্তানা’ অভিযান; নিহত ৩

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী : চাঁপাইনবাবগঞ্জের সীমান্তবর্তী চর আলাতুলি মধ্যচরে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে র‌্যাব।

এ সময় বাড়ির ভেতরে বোমা বিস্ফোরণে তিনজন সন্দেহভাজন জঙ্গি নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে ওই তিনজনের লাশ উদ্ধার করা হয়। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই বাড়ির মালিকসহ তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃতরা হলেন বাড়ির মালিক রাশিকুল ও তার স্ত্রী নাজমা এবং শ্বশুর খুরশেদ আলী। রাশিকুল একই এলাকার আতাউর রহমান পাকুর ছেলে।

রাজশাহী র‌্যাব-৫ এর উপ-অধিনায়ক মেজর আশরাফুল ইসলাম জানান, মঙ্গলবার ভোর ৪টার দিকে চর আলাতুলি ইউনিয়নের আলাতুলি মধ্যচরে জঙ্গিদের অবস্থান নিশ্চিত হয়ে ওই বাড়িটি ঘেরাও করে তাদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। এ সময় ভেতর থেকে জঙ্গিরা গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালায়। এ ছাড়া বাড়ির ভেতরে উচ্চ ক্ষমতাসম্পন্ন বোমা বিস্ফোরণের ফলে আগুন লেগে যায়। পরে ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করা হয়েছে।