চাঁপাইনবাবগঞ্জে ট্রাকচাপায় বৃদ্ধা নি*হ*ত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ স্থলবন্দর আঞ্চলিক সড়কের হরিনগর মোড়ে ট্রাকের ধাক্কায় জাহানারা বেগম (৮০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। (৩০ নভেম্বর) রোববার বিকেল ৩টার সময় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাস্তা পারাপারের সময় পাথরবোঝাই একটি ট্রাক জাহানারা বেগমকে ধাক্কা দিলে তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত জাহানারা বেগম শিবগঞ্জ উপজেলার ঘোড়াপাখিয়া মোন্নাপাড়া গ্রামের রইসুদ্দিনের স্ত্রী।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে শিবগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর মিজানুর রহমান বলেন, দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় যানটি ছেড়ে দেওয়া হয়েছে। আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।