
আজিম উদ্দিন, চাঁপাই নবাবগঞ্জ: হত্যার ৪ ঘন্টার মধ্যে শনিবার রাত সাড়ে ১১টার দিকে রেল স্টেশন এলাকা থেকে হত্যাকারীকে আটক করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল। ঘটনার পর থেকেই পুলিশ, ডিবি পুলিশ আসামী ধরতে তৎপর হয়ে উঠে। ওসি অপারেশন মো. মিন্টু রহমান নিশ্চিত করে জানান, রাত সাড়ে ১১ টার দিকে ১ নং ওয়ার্ডের হাজির মোড় এলাকায় অভিযান চালিয়ে আসামী কে আটক করে থানায় নিয়ে আসা হয়। চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার নামোশংকরবাটী ঝাঁপাইপাড়া এলাকায় ১০ এপ্রিল শনিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে ছুরিকাঘাতে ফার্মেসি মালিক হৃদয় নিহতদের ঘটনার ৪ ঘন্টায় ছুরিকাঘাত করা যুবক সুজনকে আটক করতে সক্ষম হয় পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জের ঝাপাইপাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
মৃত্যু যুবক হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌরএলাকার ঝাপাইপাড়া মহল্লার মোঃ মেশবাহুল হকের ছেলে মোঃ হৃদয় হাসান। সে ফার্মেসীর ব্যবসা করতো।
চাঁপাইনবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাফফর হোসেন জানান, মাস তিনেক আগে মোঃ হৃদয় হাসানের ছোট ভাই আব্দুর রাহিমের সাথে একই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে সুজনের আপত্তিকর কথা নিয়ে গন্ডগোল হয় । পরে থানায় বিষয়টি আপোষ হয়। কিন্তু শনিবার রাত পৌনে আটটার সময় ঝাপাইপাড়া এলাকায় কোন গন্ডগোল ছাড়াই রাহিমের ভাই হৃদয় হাসানের বুকে সুজন ছুরিকাঘাত করে পালিয়ে যায়। স্থানীয়রা হৃদয়কে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।