বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে

চাঁপাইনবাবগঞ্জে বঙ্গবন্ধু’র জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপিত

আজিম উদ্দিন. চাঁপাই নবাবগঞ্জঃ চাঁপাইনবাবগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে।

উপলক্ষে আজ বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চে মুক্তির মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মবার্ষিকী উপলক্ষে বিরাট কেক কাটেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক তাজকিরউজজামান। তিনি কেক কেটে প্রথমে বীর মুত্তিযোদ্ধা এবং ক্ষুদে শিশুদের খাওয়ান। পরে জেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য ্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ সাটু হল এলাকায় জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন।

অপরদিকে জেলা আওয়ামীলীগের উদ্দোগে দলীয় কার্যালয়ে জাতীয় দলীয পতাকা উত্তোলনের পর সেখানে এক সভায় কেক কাটেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আব্দুল ওদুদ। পরে নেতাকর্মীদের একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জাতির পিতার প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন। 

পরে নবাবগঞ্জ সরকারি কলেজ চত্বরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অনুষ্ঠিত হয়।