চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ স্কাউটসের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত

আজিম উদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ: স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রোভারিংশ্লোগাণে নবম ত্রৈবার্ষিক কাউন্সিল২০২৪ অনুষ্ঠিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। শনিবার (২১ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই ত্রৈবার্ষিক সম্মেলনের আয়োজন করে বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভার।

সময় বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের সহসভাপতি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব উল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের সভাপতি জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের লিডার টিমের স্কাউট ব্যক্তিত্ব প্রফেসর . আব্দুল মজিদ।

বক্তারা বলেন, শিক্ষার্থীদের জন্য স্কাউটস খুবই গুরুত্বপূর্ণ। আর তাই বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটস কার্যক্রম পরিচালনা  করার আহ্বান জানান বক্তারা।

সময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ স্কাউটস চাঁপাইনবাবগঞ্জ জেলা রোভারের কমিশনার মো. আতাউর রহমান, সহসভাপতি প্রফেসর . সৈয়দ মো. মোজাহারুল ইসলাম, যুগ্ম সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ভবানীপুর দারুল হাদীস ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ইলিয়াস উদ্দিন, সহ জেলা উপজেলার স্কাউটস রোভার সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।