চাঁপাইনবাবগঞ্জে বিদেশি পিস্তলসহ যুবক আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানাধীন মহানন্দা টোল প্লাজার চেকপোস্টে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী আসন থেকে রয়েল হাসান অরণ্য (৩৫)—পিতা: মৃত আল মামুন, গ্রাম পারচোকা, মাদ্রাসা বাজার, মনাকষা ইউনিয়ন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ—কে আটক করা হয়।

তল্লাশিতে তার কাছ থেকে ‘মেড ইন ইউএসএ’ লেখা ৭.৬৫ মডেলের একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম অসিম ফিরোজ বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”