চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জের সদর মডেল থানাধীন মহানন্দা টোল প্লাজার চেকপোস্টে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তলসহ এক যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (০১ ডিসেম্বর ২০২৫) বিকেল ৪টা ৩০ মিনিটের দিকে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী আসন থেকে রয়েল হাসান অরণ্য (৩৫)—পিতা: মৃত আল মামুন, গ্রাম পারচোকা, মাদ্রাসা বাজার, মনাকষা ইউনিয়ন, শিবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ—কে আটক করা হয়।

তল্লাশিতে তার কাছ থেকে ‘মেড ইন ইউএসএ’ লেখা ৭.৬৫ মডেলের একটি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি এবং ২টি ম্যাগাজিন উদ্ধার করে পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম অসিম ফিরোজ বলেন, “আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।”


