চাঁপাইনবাবগঞ্জে মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের কর্মবিরতি পালন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: দীর্ঘদিনের দাবি ১০ম গ্রেড বাস্তবায়নসহ ক্যাডার কাঠামো সংস্কারের দাবিতে কর্মবিরতি পালন করেছেন চাঁপাইনবাবগঞ্জের মেডিকেল টেকনোলজিস্ট, ফার্মাসিস্ট ও সংশ্লিষ্ট পেশাজীবীরা। বুধবার (০৪ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা জেলা হাসপাতালে তারা একযোগে এ কর্মসূচি পালন করেন।

কর্মসূচির অংশ হিসেবে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে মানববন্ধন, অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন বিডিপিএ নেতা ও মূখ্য সমন্বয়ক ফারুক হোসেন, এমটিএফ মেডিকেল টেকনোলজিস্ট ফোরামের সভাপতি আল মামুন, এমটিএফ ফোরামের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম, অর্থ সম্পাদক আব্দুস সামাদ, সিনিয়র সহসভাপতি ও সমন্বয়ক আব্দুল ওয়াহাব, বিএমটিএ সভাপতি ও সমন্বয়ক রেজাউল করিমসহ অন্যান্য নেতারা।

বক্তারা বলেন, অবিলম্বে ১০ম গ্রেড বাস্তবায়ন এবং ক্যাডার কাঠামো সংস্কার না হলে আরও কঠোর আন্দোলন ঘোষণা করা হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, কর্মবিরতির কারণে সকালে কিছু বিভাগে সেবায় খানিকটা বিঘ্ন ঘটলেও জরুরি ও ইনডোর সেবা চালু রাখা হয়েছে।