চাঁপাইনবাবগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সভায় হামলার অভিযোগ

আজিম উদ্দিন; চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধাারণ সভা চলাকালীন সময়ে হামলা সভা পণ্ড করার অভিযোগ উঠেছে জেলা ট্রাকট্যাংকলরীকাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে। শনিবার (২৩ নভেম্বর) সকালে জেলা শহরের হরিপুর সাহাপাড়ায় সাধারণ সভা চলাকালিন সময়ে হামলার অভিযোগ করেন। বিকেলে চাঁপাইনবাবগঞ্জ জেলা মটর শ্রমিক ইউনিয়নের দূর্গাপুর মোড় অফিসে এক সংবাদ সম্মেলনে হামলার অভিযোগ করেন জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। 

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা অভিযোগ করেন, একটি সাধারণ সভা চলাকালিন সময়ে শ্রমিক ইউনিয়নের কার্যক্রমে বাধাগ্রস্ত করার জন্য চাঁপাইনবাবগঞ্জ জেলা ট্রাকট্যাংকলরীকাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান সাধারণ সম্পাদক আনারের নির্দেশে তাদের অনুগত কিছু সংখ্যক সন্ত্রাসী গুন্ডাবাহিনী দেশীয় লাঠি, চাইনিজ কুড়াল, রামদা, ককটেল সহ বিভিন্ন অস্ত্রে সজ্জিত হয়ে একটি মিনিবাসে করে আমাদের অফিসের নিকটে এসে অতর্কিত হামলা চালাতে আসলে আমরা তাদের প্রতিহত করি। তাদের হামলা প্রতিহত করার ফলে সাইদুরআনার মদদপুষ্ট সন্ত্রাসীরা পালিয়ে গিয়ে স্বরুপনগর বাস টার্মিনালে এসে রাজশাহীঢাকাগামী গাড়ী চলাচলে বাধার সৃষ্টি করে। ঘটনার সুষ্ঠ তদন্ত বিচারের দাবি জানান মোটর শ্রমিক ইউনিয়নের নেতারা। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল বারী, সাধারণ সম্পাদক মোঃ রউফ জুলমাত, শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ঠ উপকমিটির আহ্বায়ক শহীদুল ইসলাম, শ্রমিক নেতা সাইফুল ইসলাম, কামরুল ইসলাম, সানাউল্লাহ সানুসহ মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। তবে সভায় হামলা চাঁপাইনবাবগঞ্জঢাকাগামী বাস বন্ধের অভিযোগ অস্বীকার করেন, জেলা ট্রাকট্যাংকলরীকাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান।